১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ১১:৪১

করোনার টিকা এলেও চূড়ান্ত রোধ হবে না

ডব্লিউএইচওর সতর্কবাণী

বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হলেও চলতি বছরে অর্জিত হবে না ‘হার্ড ইমিউনিটি’ (চূড়ান্ত রোধ)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সোমবার এ সতর্কবাণী জানিয়েছে। জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, করোনার বিস্তার থামাতে যথেষ্ট সংখ্যক টিকা উৎপাদন ও প্রদান করতে সময় লাগবে।

তিনি আরো বলেন, আমরা ২০২১ সালে কোনো পর্যায়ের জনসংখ্যা ইমিউনিটি বা হার্ড ইমিউনিটি অর্জন করতে যাচ্ছি না। করোনার লাগাম টানতে সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরার মতো ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ডব্লিউএইচওর এই কর্মকর্তা।

তবে এক বছরের মধ্যে করোনার একাধিক নিরাপদ ও কার্যকর টিকা আবিষ্কারের বিষয়টিকে ‘অচিন্তনীয়’ হিসেবে বর্ণনা করেন স্বামীনাথন। বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে তিনি এই আবিষ্কারকে ‘অবিশ্বাস্য অগ্রগতি’ বলে অভিহিত করেন।

মূলত কোনো অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন একটি সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধী হয়, তখনকার পরিস্থিতি বোঝাতে ‘হার্ড ইমিউনিটি’ পরিভাষাটি ব্যবহার করা হয়। সাধারণত সংক্রমণ থেকে সুস্থ হওয়া এবং টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটিতে পৌঁছানো যায়।

প্রথমবারের মতো গরিলা সংক্রমিত : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানায় অন্তত দুটি গরিলা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত সোমবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, উপসর্গহীন এক চিড়িয়াখানাকর্মীর থেকে গরিলাগুলো করোনা সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার থেকে দুটি গরিলা কাশি দিতে শুরু করে। শুক্রবার প্রাথমিক পরীক্ষায় গরিলা দলে করোনা উপস্থিতি শনাক্ত হয়।

ভারতজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু : পুনের সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়া থেকে করোনাভাইরাসের টিকার চালান ভারতের বিভিন্ন অংশে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইনডিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে করে টিকার চালান ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছানোর কাজ শুরু হয়। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার, যা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। এর মধ্যে স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনের সারিতে আছেন, এমন তিন কোটি কর্মী টিকা পাবেন সবার আগে। এরপর পাবে ২৭ কোটি মানুষ, যাদের বয়স ৫০ এর বেশি বা দুরারোগ্য ব্যাধির কারণে যারা ঝুঁকির মুখে রয়েছেন।

এ দিকে ভারতের পশ্চিমবঙ্গে গতকাল পুনে থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় কোভিশিল্ডের সাত লাখ ডোজ। রাজ্যটিতে প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে এই টিকা। তার পরে টিকা দেয়া হবে পুলিশদের।

মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে এক বছর : মার্কিন প্রতিষ্ঠান মডার্না উৎপাদিত করোনা ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে অন্তত এক বছর। গত সোমবার অনুষ্ঠিত ৩৯তম জে.পি মরগ্যান হেলথকেয়ার কনফারেন্সে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। প্রতিষ্ঠানটি আরো জানায়, সিনথেটিক ‘এমআরএনএ’ সিস্টেমের সহায়তায় মডার্না উৎপাদিত ‘এমআরএনএ-১২৭৩’ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বহিঃআবরণকে অনুকরণ করে এবং সে অনুযায়ী কাজ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) কার্যকর করে তোলে। এ সময় মডার্না জানিয়েছে, ২০২১ সালের মধ্যে ৬০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে সক্ষম তারা।

নতুন করোনায় যুক্তরাজ্যে ‘ভয়াবহতার শঙ্কা’ : নতুন ধরনের করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে ক্রমেই বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত রোগীর সংখ্যা। এর মধ্যে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার সতর্ক করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব আরো ভয়াবহ হতে পারে। এ অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির জনগণকে প্রয়োজনে আরো কঠোর বিধিনিষেধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। চিফ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি বলেন, আগের থেকে ব্রিটেন ভাইরাসের কারণে ভয়াবহ বিপদে আছে। কারণ নতুন ধরনের করোনা ইতোমধ্যেই ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে, এটি সবার জন্যই সমস্যা।

অন্য ভাইরাস সংক্রমণ নিয়েও শঙ্কায় এশিয়া : বিশ্ব করোনাভাইরাস মোকাবেলার দিকে জোর দেয়ার মধ্যেই বিজ্ঞানীরা কঠোরভাবে চেষ্টা করছেন, যেন পরবর্তী সময়ে নিপা ভাইরাসসহ অন্য মহামারী ডেকে না নিয়ে আসে। থাইল্যান্ডের রেড ক্রস ইমার্জিং ইনফেকটিয়াস ডিজিস-হেলথ সায়েন্স সেন্টারের প্রধান সুপাপর্ন ওয়াছারাপ্লুসাডে মনে করছেন, বিশ্ব অন্য মহামারীর শঙ্কায় রয়েছে। বিশেষ করে এশিয়ায় সেই শঙ্কা বেশি। কারণ এশিয়ায় সংক্রামক রোগের সংখ্যা অনেক বেশি। এই অঞ্চলে জীববৈচিত্র্যের সমৃদ্ধ বিন্যাস রয়েছে। তার মানে আমরা রোগজীবাণুর মধ্যেই বসবাস করছি। যেকোনো সময় নতুন ভাইরাস উদ্ভূত হওয়ার শঙ্কা এখানে বেশি।

আমিরাত-ব্রিটেন ভ্রমণে বাড়তি কড়াকড়ি : ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটেনে ভ্রমণের তিন দিন আগে করোনা পরীক্ষার ব্যাপারে সনদ থাকতে হবে। এরপর ভ্রমণকারীদের ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের সংক্রমণ ধরা পড়ার হার ৫২ শতাংশ বেড়ে যাওয়ার জেরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/555436/