১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৭:৪১

মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ খবর নেই প্রশাসনের

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইলসহ আশপাশের বাসিন্দারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। মশার উৎপাত থেকে রেহাই পেতে বিকেল হওয়ার আগেই বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মানুষ। তারপরও মশার কামড় থেকে রক্ষা পাচ্ছেন না এলাকাবাসী। দিন দিন মশার ভনভনানির তীব্রতা বাড়লেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের প্রশ্ন, ডেমরা থানা এলাকা কি রাজধানীর বিচ্ছিন্ন কোন এলাকা?

ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বেশি মশক নিয়ন্ত্রণে জোর দিয়েছেন। ইতোমধ্যে তিনি তার ক্যারিশমাট্যিক নেতৃত্ব দিয়ে মশক নিয়ন্ত্রণে অনেকটা সফলতা অর্জন করে নগরবাসীর প্রশংসা পেয়েছেন। তবে কিছু দিন না যেতেই আবারো আগের মতোই মশার উৎপাত বেড়েছে পুরাতন ঢাকাসহ অনেক এলাকায়। এর মধ্যে ডেমরা থানাধীন মাতুয়াইল, সাইনবোর্ড, শনির আখড়া, রায়েরবাগসহ আশপাশের এলাকায় মশার উৎপাত বেড়েছে অনেক বেশি। এতে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনেক ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণে ক্র্যাশপ্রোগ্রাম চালাতে দেখা গেলেও ডেমরা থানাধীন মাতুয়াইলসহ আশপাশের এলাকায় মশার নিয়ন্ত্রণের তারা দেখছেন না। আর যেটি হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় কম। মূলত প্রশাসনের নজরদারি না থাকার কারণে মশার উৎপাত দিন দিন বাড়ছে বলে মনে করছেন তারা।

গতকাল মাতুয়াইল শহরপল্লী এলাকার বাসিন্দা আলী হোসেন নয়া দিগন্তকে বলেন, আগে মশা একটু কম ছিল। কিছুদিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছে। এখন যন্ত্রণা থেকে বাঁচতে আমি আমার ফ্ল¬্যাটের দরজা জানালা বিকেল হওয়ার আগেই বন্ধ করে দিচ্ছি। এতে রুমে মশা কম ঢুকে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধ্যার আগেই মশার ভনভন শব্দে এলাকায়, বাসাবাড়িতে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এলাকায় আমাদের বসবাস করা দায় হয়ে পড়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের লোকজনদেরও দেখছি না ঠিক মতো মশক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে। মাতুয়াইল মহিলা মাদরাসা সংলগ্ন রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী গতকাল নয়া দিগন্তকে বলেন, রাতভর মশার যন্ত্রণায় আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মশারি টাঙিয়েও রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। শুনছি ঢাকা শহর থেকে না-কি সব মশা চলে গেছে! যারা এসব বলছেন তারা যেন মাতুয়াইল এলাকায় এসে একটু ঘুরে যান। স্কুলশিক্ষার্থী মর্জিনা আক্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছে, মেয়র মহোদয় আমাদেরকে মশার উৎপাত থেকে রক্ষা করুন।

https://www.dailynayadiganta.com/last-page/555004