২ জানুয়ারি ২০২১, শনিবার, ৩:৩৯

বছরের প্রথমদিন করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু দেখলো বিশ্ব

নতুন বছরের শুরুর দিন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৩৪ লাখ জনে। এ ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ১৭ হাজার ৫৩১ জন।

শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে এ তথ্য পাওয়া যায়। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর পরিমাণও। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৮ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৬৬ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৩৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৬ লাখ ৭৬ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ জনের। রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (৩১ লাখ ২৭ হাজারের বেশি), ফ্রান্স (২৬ লাখ ৭৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২৪ লাখ ৯৬ হাজারের বেশি) ও তুরস্ক (২২ লাখ ৮ হাজারের বেশি)। মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২৫ হাজার ৮০৭ জন)। তারপরে ইতালিতে ৭৪ হাজার ১৫৯ জন, যুক্তরাজ্যে ৭৩ হাজার ৬২২ জন, ফ্রান্সে ৬৪ হাজার ৭৫৯ জন ও ইরানে ৫৬ হাজার ২৭১ জন মারা গেছেন।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫৭৬ জনে। উল্লিখিত সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯০ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে ১২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৩৯ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৭৬৪ জন ও নারী এক হাজার ৮১২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজনে রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন। বাকি চার বিভাগে মৃত্যু নেই। বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৫তম অবস্থানে।

মহামারি করোনা ভাইরাস শনাক্তের এক বছর পূর্তি হয়েছে গত ৩১ ডিসেম্বর। গত বছরের এই দিনে প্রথম করোনা শনাক্ত হয়েছিল চীনের উহানে। পরে একে একে এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে বিশ্বের প্রায় সব দেশে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

https://dailysangram.com/post/439253