১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১১:৫৩

সড়কে ঝরলো ১৫ প্রাণ

গতকাল দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে শিশুসহ ৪ জন। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী স্বামী-স্ত্রী নিহত হন। এছাড়া মানিকগঞ্জে ৩, ঝিনাইদহের কালিগঞ্জে ২, শিবগঞ্জে ২, ফেনীর ছাগলনাইয়ায় ১, নবীনগরে ১ জন রয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেটের হেতিমগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়ির ভেতরেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। এ সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এক শিশু পুড়ে মারা গেছে। গতকাল ভোরে হেতিমগঞ্জের প্রাথমিক স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানিয়েছেন- ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ট্রাকের পেছনে নোহা মাইক্রোবাসটি ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাস ও ট্রাকের ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী কলোনির সামনে গিয়ে পড়ে। এতে মারা যায় শিশু হাসান। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহম (৮), বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রোচালক সুনাম আহমদ (২৬)। এ ছাড়া মাইক্রোর আরো একজন যাত্রী মারা যান। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। গতকাল সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী (৫০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৪৫) এবং আহতরা হলেন তাদের মেয়ে আঁখি আক্তার (১৬) ও ভাগিনা একই গ্রামের আবদুল মান্নানের ছেলে সিএনজিচালক রাকিবুল (৩০)।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ফরিদ মুন্সী তার স্ত্রী-সন্তানসহ একটি সিএনজিচালিত অটোরিকশায় সিগন্যাল অমান্য করে রাস্তা অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সিএনজি’র চালকসহ ৪ জনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মুন্সীকে মৃত ঘোষণা করেন। নিহত ফরিদ মুন্সীর ভাই আবু তাহের মুন্সী জানান, তার ছোট ভাই ফরিদ মুন্সী সকালে ডাক্তার দেখাতে স্ত্রী-কন্যাসহ কুমিল্লা শহরে এসে দুর্ঘটনার শিকার হন। পরে তার স্ত্রী, কন্যা ও সিএনজিচালক ভাগিনাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে জেলার দাউদকান্দি এলাকায় যাওয়ার পর ভাইয়ের (ফরিদ মুন্সী) স্ত্রী পেয়ারা বেগম মারা যান। অপর দুইজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। এরমধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একজন ও হিজুলী এলাকায় অপর দুইজন মারা যান। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামে।

এ ছাড়া সকালে একটি পিকআপ করে কাজে যাচ্ছিল কিছু নির্মাণ শ্রমিক। এ সময় সদর উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায়। এতে করে ওই পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নামের দুই শ্রমিক মারা যায়।

ফেনী প্রতিনিধি জানান, ছাগলনাইয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক জমির উদ্দিন (২৫) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের মুহুরিগঞ্জ সড়কের কালভার্ট সংলগ্ন স্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন উপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজি পাড়ার তাজুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাই নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজারের অদূরে খড়ি বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রলি উল্টে চালকের মৃত্যু হয়। অন্যদিকে বেলা সোয়া ১১টার দিকে মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুরে বাজারে ইট বোঝাই একটি মহাসড়কে উঠতে গিয়ে সোনামসজিদগামী একটি ট্রাক সরাসরি ধাক্কা দিলে ট্রলিতে থাকা অপরজনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রহিম (৩০) ও মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (১৯)।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কালীগঞ্জে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক (৩৮) ও ইকবাল হোসেন (৪০) নামে দু’জন নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ-গান্না সড়কে এবং বিকালে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজারে এ দুর্ঘটনা দুইটি ঘটে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে লিয়াকত আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাকুট বাজারের উত্তর পাশে মোল্লাবাড়ির সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

https://mzamin.com/article.php?mzamin=256683