১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১১:৪৮

করোনায় ভার্চুয়াল কোর্ট প্রবেশনে রায়সহ আলোচিত ঘটনায় সরব ছিল আদালত অঙ্গন

মিয়া হোসেন: বিদায় নিলো ২০২০ সাল। দেশের বিচারাঙ্গনের ইতিহাসে ঘটনাবহুল ছিল বছরটি। করোনা মহামারির মধ্যে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টসহ সারাদেশের কোর্টে কার্যক্রম পরিচালনা, দুই অতিরিক্ত এটর্নি জেনারেলের পদত্যাগ, এটর্নী জেনারেলের মৃত্যু, বৃদ্ধ মায়ের সেবা ও ছেলে-মেয়ের লেখাপড়া করানোর শর্তে আসামীকে প্রবেশন প্রদান ছিল আলোচনায়। মানবিক ইস্যুতে স্বপ্রণোদিত হয়ে মধ্যরাতে আদালত বসিয়ে বিচারকদের আদেশ দেয়ার বিষয়গুলোও ছিল নাড়া দেয়ার মতো। করোনার কারণে বিচারক ও আইনজীবীদের পোশাকেও এসেছে পরিবর্তন। আর করোনা ইস্যুতে অনিয়মসহ বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে গোটা বছরই সরব ছিল আদালত অঙ্গণ।

ভার্চুয়াল কোর্ট : দেশে করোনা মহামারি দেখা দিলে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার কারণে ১২ মার্চের পর থেকে দেশের সর্বোচ্চ আদালতের সব ধরনের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৯ মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত এক অধ্যাদেশ জারি হয়। অধ্যাদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত হাইকোর্ট বিভাগ, সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে। এরপর ১০ মে ভিডিও কনফারেন্সে সব বিচারপতির বৈঠকের পর (ফুলকোর্ট) ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত হয়। পরে ৮ জুলাই বিলটি সংসদে পাস হয়। ১৯ জুলাই থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সব কার্যদিবসে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার নির্দেশনা জারি হয়।

করোনাকালে দেশে চালু হয় ভার্চুয়াল কোর্ট : ২০ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ভার্চুয়াল কোর্টে ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে।

দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ : ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।

২০ বছর আগের মামলার তথ্য তলব : জেলা ও দায়রা জজ আদালত এবং ট্রাইব্যুনালে ১০ থেকে ২০ বছরের বেশি সময় ধরে চলা মামলার তালিকা গত নভেম্বরে প্রকাশিত এক রায়ে তলব করেন হাইকোর্ট। রাবেয়া খাতুন নামে অশীতিপর এক বৃদ্ধা আসামীকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেয়া পূর্ণাঙ্গ রায়ে এ তালিকা চাওয়া হয়। পদত্যাগী দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির

রায়ের বিষয়ে আইনজীবী আশরাফুল আলম নোবেল জানান, রায় পাওয়ার ছয় মাসের মধ্যে ১০ থেকে ১৫ বছর, ১৫ থেকে ২০ বছর ও ২০ থেকে তার অধিককাল সময় বিচারাধীন মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা দাখিল করতে আইন সচিবকে বলা হয়।

অবৈধ অস্ত্র ও গুলীসহ তেজগাঁও থানার গার্ডেন রোডের একটি বাসা থেকে ২০০২ সালের জুন মাসে রাবেয়া খাতুনকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ১৯ সেপ্টেম্বর রাবেয়া খাতুন ও মামলার অন্য আসামী জুলহাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০০৩ সালের ২৪ মার্চ অভিযোগ গঠন করা হয়। পরে এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এ মামলার বিচার দীর্ঘ ১৬ বছরেও সম্পন্ন না হওয়ায় এ নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘অশীতিপর রাবেয়া: আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করার পর রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়ে রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ।

মধ্যরাতে জাগ্রত আদালত : দেশে মধ্যরাতে আদালত বসানোর ঘটনা আগে থেকেই ছিল। তবে বিদায়ী বছর গভীর রাতে আদালত বসানোর ঘটনা ছিল ব্যতিক্রম। এটিকে ঠিক ভার্চুয়াল আদালতের রায়ও বলা যাবে না। ফোনে ফোনে আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে একটি হলো দুই শিশুকে তাদের বাবার বাড়িতে ঢুকতে দেয়ার আদেশ। সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম ব্যারিস্টার কে এস নবীর দুই নাতিকে তাদের বাবা সিরাতুন নবীর বাড়িতে ঢুকতে না দেয়ার বিষয়ে ৩ অক্টোবর রাতে একটি টেলিভিশন টকশোতে আলোচনা হলে তা নজরে আসে আদালতের। তৎক্ষণাৎ স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন ওই দুই শিশুকে তাদের পৈতৃক বাড়িতে পৌঁছে দিতে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দেন।

রাতে আরেকটি আদেশ ছিল দুই বোনকে তাদের বাবার গুলশানের বাড়িতে ঢুকতে দেয়ার বিষয়ে। গুলশান-২ এর বাসিন্দা মরহুম মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা মোস্তফা ও মোবাশশেরা মোস্তফাকে তাদের বাবার বাড়িতে প্রবেশে বাধা দিচ্ছিলেন ‘সৎমা’। বিষয়টি সংবাদমাধ্যমে এলে ২৬ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই দুজনকে তাদের বাবার বাড়িতে প্রবেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

এছাড়া বরিশালে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চার শিশুকে মুক্তি দিয়ে ৯ অক্টোবর রাতে দেয়া আদেশও আলোচনায় আসে।

মা-বাবার সেবাসহ নানা শর্তে প্রবেশনের রায়

আইনে প্রবেশন (পরীক্ষাকাল) সুবিধা অনেক আগে থেকেই থাকলেও বিদায়ী বছরে এ সংক্রান্ত কিছু রায় বেশ আলোচনা তুলেছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে গত ৮ নভেম্বর দেয়া এক আদেশ। সেদিন ইয়াবা মামলায় পাঁচ বছরের কারাদ-প্রাপ্ত আসামী মতি মাতবরকে বৃদ্ধ মায়ের সেবাযতœ করাসহ তিন শর্তে প্রবেশনে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন হাইকোর্ট, যা দেশের ইতিহাসে প্রবেশন আইনে হাইকোর্টের দেয়া দ্বিতীয় রায়। আদালত দেড় বছরের জন্য প্রবেশন মঞ্জুর করেন মতি মাতবরের। তাকে দেয়া শর্তগুলো হলো, ৭৫ বছর বয়সী মায়ের যতœ নিতে হবে; সন্তানের লেখাপড়া ও দেখাশোনা নিশ্চিত করতে হবে এবং আইন অনুযায়ী বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিতে পারবেন না। দেড় বছরের জন্য তাকে একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকতে হবে বলেও আদেশ দেন আদালত।

সুপ্রিম কোর্টে প্রথম আইনজীবী বহিষ্কার : দেশে প্রথম কোনো আইনজীবী হিসেবে ইউনুছ আলী আকন্দকে আইন পেশা পরিচালনায় গত ১২ অক্টোবর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদ-ও করা হয়, যা অনাদায়ে ১৫ দিন জেল খাটতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদালত অবমাননার দায়ে তাকে এ দ- দেন। এছাড়া রায়ে আমৃত্যু উল্লেখ না করলে যাবজ্জীবন ৩০ বছর বলে দেয়া আদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের (ভাস্কর্য) ও নির্মাণাধীন ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ, বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িতদের যাবতীয় তথ্য অর্থাৎ দেশের বাইরে অর্থপাচারে সম্পৃক্তদের নাম, ঠিকানা, অর্থের পরিমাণ এবং পাচারের অর্থে বাড়ি তৈরির তথ্য তলব, গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও আলোচনায় আসে।

নিন্ম আদালতের আলোচিত বিচার : দেশের নিন্ম আদালতগুলোতেও আলোচিত ঘটনায় সরব ছিল বিচার অঙ্গন। অনেক মামলার কার্যক্রম দ্রুত শেষ হয়। যার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল সাহেদ, পাপিয়া, পায়েল হত্যা, সিপিবির মামলা, মজনুর ধর্ষণ মামলা, ইশরাক হোসেনের মামলার রায়। সাবরিনা, শারমিন চৌধুরীর গ্রেপ্তারে সরগরম ছিল আদালতপাড়ায়। বছরের শেষের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় আদালতপাড়া। সেই ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা খারিজ করে দেন আদালত। তবে জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, মুফতি ফয়জুল করিমের মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। তবে করোনার প্রভাবে ব্লগার অভিজিত রায়, ওয়াশিকুর রহমান বাবু, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার বিচার বিলম্বিত হয়।

ভাস্কর্য ইস্যু : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সমালোচনা ও হুমকি দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, মুফতি ফয়জুল করিমসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলা দায়ের করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবি আই) মামলা দুটি তদন্ত করে আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ওরফে মশিউর মালেক মামুনুল হককে একমাত্র আসামি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিন জনকেই আসামি করেন। মামুনুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করতে গেলে আদালত তা ফিরিয়ে দেন।

একই ভাস্কর্য ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলে আদালত তা খারিজ দেন।

বেশ কয়েকটি আলোচিত মামলার বিচার শুরু : এ বছর বেশ কয়েকটি আলোচিত মামলার বিচারও শুরু হয়েছে। এর মধ্যে সাবেক প্রধান বিচারপতির মামলাও রয়েছে। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিচার শুরু হয়েছে। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলায় ২৫ আসামীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়েছে। এছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর মামলায় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনেরও বিচার শুরু হয়েছে।

করোনাকালে ডা. সাবরিনা চৌধুরীর গ্রেপ্তারের বিষয়টি ছিল বেশ আলোচনায়। করোনা শনাক্তে নমুনা পরীক্ষার নামে প্রতারণা করার মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী সিইও আরিফুল হক চৌধুরীসহ আট জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিচার শুরু হয়েছে। এছাড়া বডিগার্ডসহ জিকে শামীম, খালেদ মাহমুদ চৌধুরীও কয়েকটি মামলায় বিচার শুরু হয়েছে।

পুলিশের বিরুদ্ধে মামলা : এ বছরও বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শ্লীলতাহানির অভিযোগে দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেনসহ ১০ পুলিশ কর্মকর্তা ও সৎ মায়ের বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আদালত পিবি আইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আটকের পর নির্যাতনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাসহ চার জনের বিরুদ্ধে মামলাসহ চার জনের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

অপহরণকারীদের গ্রেপ্তার করেও মামলা না নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সাভার থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আট জনের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন ‘মানবাধিকার খবর’ নামে মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মানবাধিকার কর্মী মো. রিয়াজ উদ্দিন। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর মো. রহিম নামে এক ব্যবসায়ী মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করতে আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ আগস্ট মিজানুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে কাপড় ব্যবসায়ী সোহেল মামলা দায়ের করেন। তবে অজ্ঞাত কারণে মামলাটি প্রত্যাহার করে নেন তিনি।

গ্রেপ্তার ও তদন্তাধীন মামলা : গত ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগানে নৌ বাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এরফান সেলিম। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে এরফান সেলিমকে এক বছর কারাদ- দেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো তদন্তাধীন।

বছরের শেষ দিকে এসে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের গ্রেপ্তারের বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে। গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করা হয়। তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্তাধীন।

নকল মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিষয়টিও ছিল আলোচিত। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে তিনি মামলায় জামিন পান। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের গ্রেপ্তারের বিষয়টি বেশ আলোচনায় ছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলাগুলো দুই দফায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার মামলা দুটিও তদন্তাধীন।

রায় : এ বছর রায়ের মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ছিল রিজেন্ট চেয়ারম্যান সাহেদের অস্ত্র মামলার রায়। রায়ে সাহেদকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। গুলি উদ্ধারের ঘটনায় তাকে আরও সাত বছরের কারাদ- দেওয়া হয়।

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানের সুমনের অস্ত্র মামলাটিও বেশ আলোচিত। অস্ত্র মামলায় তাদের ২০ বছর কারা- এবং গুলি উদ্ধারের ঘটনায় তাদের আরও সাত বছরের কারাদ- দেয়াও হয়।

রাজধানীর কুর্মিটোলায় চাঞ্চল্যকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মজনুকে যাবজ্জীবন কারাদ- দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭। এ মামলাটিও ছিল বেশ আলোচিত।

এছাড়া ১৯ বছর শেষে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচ জন নিহত ও ২০ জন আহতের মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দেন আদালত।

রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৭) ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদ- দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। একই ট্রাইব্যুনাল দুই বছর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে হত্যা করে সেতুর উপর থেকে লাশ ফেলে দেওয়ার ঘটনায় হানিফ পরিবহনের বাস চালক জামাল হোসেন, তার সহকারী ও ভাই ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনিকে ফাঁসির রায় দেন।

পুলিশ হেফাজতে জনি হত্যা মামলার রায়ও ছিল আলোচনায়। এ মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল ইসলাম, ও কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন কারাদ-সহ এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক আসামীকে দুই লাখ টাকা করে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। এ মামলায় পুলিশের সোর্স সুমন ও রাশেদকে সাত বছরের কারাদ- দেওয়া হয়। দেশের ইতিহাসে এটিই ছিল পুলিশ হেফাজতে মৃত্যুর মামলার প্রথম রায়।

এদিকে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় খালাস পান বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

বছর শুরুর প্রথম দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এক মামলায় ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অপর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না সেই বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে।

এ বছর ব্লগার অভিজিত রায়, ওয়াশিকুর রহমান বাবু, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার বিচার শেষ হবে বলে আশা করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে করোনার কারণে বিলম্বিত হয়েছে মামলাগুলোর বিচার।

https://dailysangram.com/post/439191