২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৪:৫৮

কুষ্টিয়ায় মিনিকেটের দাম

মিলমালিকেরা চান ৫৪, প্রশাসন বলেছে ৫১ টাকার বেশি নয়

কুষ্টিয়ার মোকামে মিনিকেট চালের দাম কেজিতে আরও দুই টাকা বাড়াতে চান মিলমালিকেরা। তাঁদের ভাষ্য, ধানের দাম বেশি। ফলে ৫৪ টাকার নিচে তাঁরা এই চাল বেচতে পারবেন না। তবে জেলা প্রশাসন বলেছে, মিলগেটে মিনিকেটের দাম ৫১ টাকার এক পয়সাও বেশি নেওয়া যাবে না।

গতকাল শুক্রবার জেলা চালকলমালিকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে কুষ্টিয়া জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিরাজুল ইসলামের কার্যালয়ে দুপুরে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক আসলাম হোসেন চালের দাম নির্ধারণে কমিটি করে দেন। এডিএম সিরাজুল কমিটির প্রধান। সদস্য জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসিনুল হক, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা চালকলমালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, চালকলমালিক আবদুল খালেক ও মোহাম্মদ আলী জিন্নাহ। তাঁরাই গতকালের ছয় ঘণ্টার বৈঠকে অংশ নেন।

জেলা প্রশাসন সূত্র বলছে, বৈঠকে মিনিকেটের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। তাঁরা নানা যুক্তি দেখান। ৭৫ শতাংশ ধান তাঁরা কিনে আনেন উত্তরবঙ্গ থেকে। এরপর রয়েছে উৎপাদন খরচ। সব মিলিয়ে যে দাম পড়ে, তাতে কোনোভাবেই ৫৪ টাকার নিচে মিনিকেট বিক্রি করতে পারবেন না।

বৈঠকে মিলমালিক আবদুল খালেক বলেন, এখন প্রায় ১ হাজার ৩০০ টাকা মণ দরে ধান কিনতে হচ্ছে। তাই ৫৪ টাকার নিচে চাল বিক্রি করা সম্ভব নয়। কাল (আজ) শনিবার থেকেই এটা শুরু করতে হবে। বাকি দুজন মিলমালিকও তাতে সায় দেন।

তবে বৈঠকে জানানো হয়, কুষ্টিয়ায় মিনিকেট বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৫১ টাকায়। হঠাৎ ২২ সেপ্টেম্বর থেকে ১ টাকা বাড়িয়ে ৫২ টাকা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশ, যৌক্তিক দামের বেশি নেওয়া যাবে না।

সভায় এডিএম সিরাজুল দিনাজপুর, নওগাঁ ও যশোরের ধান-চালের বাজারের প্রসঙ্গ তোলেন। এসব জেলায় এখন প্রতি কেজি মিনিকেট চাল ৫১ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তাই কুষ্টিয়ায় মিলগেটে কোনোভাবেই এ চালের দাম ৫১ টাকার বেশি নেওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। এ কথা শোনার পর মিলমালিকেরা কোনো কিছু না বলেই বৈঠকস্থল থেকে উঠে চলে যান।

এডিএম সিরাজুল ইসলাম বলেন, ৫১ টাকা কেজি ঠিক করে তিনি জেলা প্রশাসককে প্রতিবেদন দিয়েছেন। জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, এই দামের এক পয়সাও বেশি নিতে পারবেন না মিলমালিকেরা।

সূত্রঃ দৈনিক প্রথম আলো