১৮ মে ২০২০, সোমবার, ২:৫৩

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রোববার আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩ জন পুরুষের এবং ২ নারীসহ করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা গেছেন । এ দিকে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ রোববারে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল আরো ১৩ জন মারা গেছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩ জন পুরুষের এবং ২ নারীসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যায় । তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আপডাউন করছে। আক্রান্ত রোগীদের চাপ দিনদিন বাড়ছেই। তার জন্য ঢামেক হাসপাতালে করোনা ইউনিট-২, চালু করা হয়েছে যাতে রোগীরা ঠিকমতো চিকিৎসা পায়। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছে তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছে তাদের লাশ পর্যায়ক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

https://www.dailynayadiganta.com/first-page/502712/