১১ এপ্রিল ২০২০, শনিবার, ২:১৪

দেশে মৃত্যু ২৭ আক্রান্ত ৪২৪

ছড়িয়ে পড়ার আশঙ্কা : উপসর্গ নিয়ে আরো মৃত্যু ১৪ জন

গত দুই দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো চারজন, আক্রান্ত হয়েছেন আরো ২০৬ জন। এ নিয়ে অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪২৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৭। নতুন আক্রান্তের ৯৯ জনই ঢাকায়। এ দিকে করোনাভাইরাস সংক্রমণ শুরুর এক মাস পরে এসে বাংলাদেশে কোভিড-১৯ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত দুই দিনে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১৪ জন।

নিজস্ব প্রতিবেদক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই দিনে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে গতকাল। এর আগের দিন মারা গেছেন একজন। গতকাল আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর আগের দিন বৃহস্পতিবার ১১২ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। আর আক্রান্ত হয়েছেন ৪২৪ জন।

দুই দিনে দেশব্যাপী দুই হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার অনলাইনে কোভিড-১৯ বিষয়ক বুলেটিনে এ তথ্য জানান। তিনি আরো জানান, এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৬৪ জন। যে সাতজনের মৃত্যু হয়েছে তাদের চারজন রাজধানী ঢাকার বাসিন্দা, দুইজন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালী জেলার। মৃত সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন মহিলা। মৃত ব্যক্তিদের একজন ৯০ বছর, একজন ৭০ থেকে ৮০ বছর, একজন ৬০ থেকে ৭০ বছর ও দুইজন ৩০ থেকে ৪০ বছর বয়সের।

বুলেটিনে গতকাল বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: সানিয়া তাহমিনা। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে আক্রান্ত হয়েছেন ৯৯ জন, অন্যরা ঢাকার বাইরের। মোট আক্রান্তদের প্রায় অর্ধেক রাজধানীর বাসিন্দা। ঢাকা বাংলাদেশের জন্য একটি হটস্পট হয়ে উঠেছে ভাইরাসটির জন্য।

অধ্যাপক সানিয়া তাহমিনা গতকাল সামাজিক দূরত্বের নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে এটা হবে একজন থেকে আরেকজনের মধ্যে শারীরিক দূরত্ব। এই দূরত্বটা কমপক্ষে তিনফুট হতে হবে। তিনি কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে বলেন, এ ভাইরাসটি সম্পূর্ণ নতুন। প্রতিদিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন নতুন তথ্য দিচ্ছে তাদের গবেষণা থেকে। আমরা দেশবাসীকে সে তথ্যগুলোই দিচ্ছি। ফলে কিছু তথ্য পরিবর্তন হচ্ছে। সেজন্য তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন তথ্য পরিবর্তন হয়ে গেলে এটা তাদের অজ্ঞতা বলে যেন ধরে না নেয়। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক হিসেবে এন-৯৫ প্রয়োজন। আমরা প্রতিদিনই কিছু কিছু সংগ্রহ করছি এবং বিতরণ করছি। এখন স্বাস্থ্য অধিদফতরের কাছে চার লাখ ৪৮ হাজার ৭২টি পিপিই মজুদ আছে। প্রতিদিনই আরো সংগ্রহ করা হচ্ছে।

ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা : করোনাভাইরাস সংক্রমণ শুরুর এক মাস পরে এসে বাংলাদেশে কোভিড-১৯ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে এ ভাইরাস নিয়ে বাংলাদেশকে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বিবিসিকে বলেছেন, নারায়ণগঞ্জ এখন ক্লাস্টারের চেয়ে বেশি কিছু এটি এখন বাংলাদেশে সংক্রমণের এপিসেন্টারে পরিণত হয়েছে। ঢাকার মধ্যে টোলারবাগসহ পুরো মিরপুরেই আমরা রোগী পাচ্ছি, এ ছাড়া ওয়ারী, বাসাবো এলাকায় সংক্রমণ পাচ্ছি বেশি। তবে ক্লাস্টারগুলোর মধ্যে গাইবান্ধায় সংক্রমণ বাড়েনি। কিন্তু মাদারীপুরে কয়েকজন রোগী সেরে ওঠার পর আবার সংক্রমিত হওয়াটা চিন্তার বিষয়।

জাতিসঙ্ঘ এইচআইভি-এইডস সেকশনের প্রধান কর্মকর্তা ও বৈশ্বিক সমন্বয়ক ডা: মনিকা বেগ বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকে পর্যবেক্ষণ করছেন। বর্তমান সংক্রমণের অবস্থা বিশ্লেষণ করে তিনি বিবিসিকে বলেছেন, আমরা এখন একদম উঠছি উপরে। খুব তাড়াতাড়ি। আমার মনে হয় না যে এটা আর ক্লাস্টারের মধ্যে থাকছে। এটা হয়তো আরো বিস্তৃতি লাভ করছে। আমার কাছে মনে হয় আমরা এখন ওই পর্যায়ে আছি যেখানে আমাদের কেইস বাড়তেই থাকবে। এখন এটা নিয়ন্ত্রণে আনার একমাত্র রাস্তা হচ্ছে এখন বাড়িতে থাকা, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং টেস্টিং বাড়ানো।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা: বেনজির আহমেদ বলেছেন, অন্য দেশগুলোতে যেভাবে বাড়ার ধরনটা ছিল বাংলাদেশেও মনে হয় সেই বৃদ্ধির ধরনটাতে প্রবেশ করল। বৈশ্বিক যে রেশিও করোনাভাইরাসের দুই দশমিক পাঁচ সেটা যদি ধরি তাহলে সামনের দিনগুলোতে আরো কেইস বাড়বে। এটা দেশজুড়েই হবে। আর আমরা যেহেতু ভালোমতো কোয়ারেন্টিনটা করতে পারেনি। এমনকি আমরা যে লকডাউনের কথা বলছি বা সোস্যাল ডিসটেন্সিংয়ের কথা বলছি সেখানেও যেহেতু বেশ কিছু ঘাটতি থেকে যাচ্ছে, সুতরাং সামনে আমাদের একটা বড়সড় আউটব্রেক হতে থাকলে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

নারায়ণগঞ্জে দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) হিসেবে ঘোষণা দেয়ার ৪৮ ঘণ্টা পরেই পুরো নারায়ণগঞ্জকে লকডাউন করার ঘোষণা দেয়া হয়েছে ৭ এপ্রিল রাতে। মহামারী কোভিড-১৯ এর কড়াল ছোবলে একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু ও ১৬ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

গতকাল শুক্রবার দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর সূত্রে জানা গেছে, দেশ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরা ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার পর্যন্ত আইইডিসিআরের তথ্য অনুসারে শুধু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন ১৬ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন।

না’গঞ্জে শ্রমিকলীগ নেতার মৃত্যু : নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রমিক লীগ নেতা মুজিবর রহমান প্রধানের (৬৫) মৃত্যু হয়েছে। তিনি জালকুড়ি এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। গত বুধবার বেলা ১১টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক পরিবারের বরাত দিয়ে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি ৪৬ সংগঠনের : করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জে অতিদ্রুত করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়ে ৪৬টি সংগঠনের নেতৃবৃন্দ যৌথ বিবৃতি দিয়েছেন। বুধবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জোর দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করা সংগঠনগুলো হচ্ছেÑ নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, আমরা নারায়ণগঞ্জবাসী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা, কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ জেলা, বাসদ, নারায়ণগঞ্জ জেলা, ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ জেলা, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা, উদীচী নারায়ণগঞ্জ জেলা, সমগীত নারায়ণগঞ্জ জেলা, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ, জেলা শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, মহিলা ফ্রন্ট, উন্মেষ সাংস্কৃতিক সংগঠন, বসন্তবাহার সঙ্গীত একাডেমি, আনন্দধারা, শহুরে
গায়েন, ষড়জ সাংস্কৃতিক সংগঠন, অনন্যা সঙ্গীত একাডেমি, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, ধাবমান সাহিত্য আন্দোলন, প্রগতি সাহিত্য পরিষদ, গঙ্গাফড়িং, আওইয়ান গীটার পরিষদ, চন্দ্রবিন্দু, একতা খেলাঘর, সমীরণ খেলাঘর, ক্রান্তি খেলাঘর, কণ্ঠমালা আবৃত্তি সংগঠন, এই বাংলায়, অশোক স্মৃতি সঙ্গীতাঙ্গন, কথন আবৃত্তি সংগঠন, যোদ্ধা, অর্চণা একাডেমি, ঐকিক থিয়েটার, উঠান থিয়েটার, সমমনা।

আমতলী উপজেলা আ’লীগ সভাপতির মৃত্যু, বাড়ি লকডাউন
বরগুনা ও আমতলী সংবাদদাতা জানান, বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন (৭২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় পৌরসভার ওই ওয়ার্ড লকডাইন ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দেলোয়ার হোসেন শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হন। গত বুধবার তাকে আমতলী উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইসিডিআরে পাঠান। গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়।

বরগুনায় নৌপথে এসে আটক ১০৯, সবাই হোম কোয়ারেন্টিনে : বরগুনার আমতলী উপজেলায় নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসা নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছেন থানা পুলিশ। গত বুধবার রাত ১১টায় তাদের আমতলী উপজেলার গাজীপুর নামক স্থানের খাল থেকে বালুর কার্গো ট্রলারসহ তাদের আটক করা হয়। আটক সবাইকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জ্বর-কাশি নিয়ে আইসোলেশন তিনজন : বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজনকে ভর্তি করা হয়েছে। তারা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত। তিনজনই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তাদের একজন চট্টগ্রাম ও একজন ঢাকা থেকে এলাকায় এসেছিলেন। অপরজন স্থানীয় বাসিন্দা।

আখাউড়ায় নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে এক নারী (৫০) মারা গেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী গত বৃহস্পতিবার ভোর রাত ৩টায় শ্বশুরবাড়িতে মারা যান। তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন। তবে পরিবারের দাবি তিনি উচ্চ রক্তচাপে মারা গেছেন। ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক মিয়া জানান, ওই নারী ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রানীখার আসেন। গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, তাদের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদের রিপোর্ট এখনো আসেনি।

কেরানীগঞ্জের ৫ ইউনিয়ন লকডাউন, আক্রান্ত ১০
ঢাকা জেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। নতুন আক্রান্তদের একজনের বাড়ি কোন্ডা, অপরজনের শুভাঢ্যা ইউনিয়নে। করোনা রোগী শনাক্ত হওয়ায় কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী এবং শাক্তা ইউনিয়ন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ দেবনাথ। তিনি বলেন, জিনজিরাকে করোনার হটস্পট (ঝুঁকিপূর্ণ) বিবেচনা করা হচ্ছে। আক্রান্ত ১০ জনের পাঁচজনই এ ইউনিয়নের।

না’গঞ্জ থেকে গোপনে বরিশাল আসছে মানুষ, আট বাড়ি লকডাউন
বরিশাল ব্যুরো জানায়, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী গণপরিবহন ও জনচলাচল বন্ধ থাকলেও সম্প্রতি কিছু মানুষ অতিগোপনে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উজিরপুর উপজেলায় এসেছেন। করোনা ইস্যুতে সন্দেহভাজন মনে হওয়ায় এ জন্য ওই উপজেলার আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, লকডাউনের মধ্যে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতটি ও উপজেলাধীন বরাকোঠা ইউনিয়নের একটি বাড়ি রয়েছে। ইউএনও জানান, সম্প্রতি এসব বাড়িতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে কিছু লোক এসেছেন। তাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সতর্কতা অবলম্বনে বাড়িগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

বরিশালে মোটরসাইকেল চলাচল বন্ধ : করোনা প্রতিরোধে গতকাল শুক্রবার সকাল থেকে বরিশাল নগরীতে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তবে সরকারি কাজে ব্যবহৃত, স্বাস্থ্যসেবা এবং সংবাদকর্মীদের মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল কারাগারের ২৪১ জনকে মুক্তির প্রস্তাব : বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিন ক্যাটাগরিতে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ছয় নারী কয়েদিসহ ২৪১ জনকে মুক্তি দেয়ার প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার নুর মোহাম্মাদ মৃধা ও ডেপুটি জেলার ইব্রাহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল কারাগারে থাকা ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামিদের ভেতর ইতোমধ্যে যারা ২০ বছর সাজা ভোগ করেছেন তাদের মধ্য থেকে ৮৭ জন, হাজতি রয়েছেন ১৩৩ জন ও লঘুদণ্ডপ্রাপ্তসহ মোট ২৪১ জনকে তিন ক্যাটাগরিতে মুক্তি দেয়া যেতে পারে, এমন তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৬৩৩ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় এক হাজার ৩৫০ জন আটক রয়েছেন।

আরো ৩ বাড়ি লকডাউন : বরিশাল নগর ও মেহেন্দিগঞ্জ উপজেলার আরো তিনটি বাড়ি লকাডাউন করেছে প্রশাসন। এ নিয়ে বরিশাল জেলায় মোট ২৯টি বাড়ি লকডাউন করা হয়েছে। এই ২৯টি বাড়ির মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১৬টি, বাকেরগঞ্জ উপজেলায় চারটি, উজিরপুর উপজেলায় পাঁচটি, মেহেন্দিগঞ্জ উপজেলায় দু’টি এবং বরিশাল সদরে দু’টি বাড়ি রয়েছে।

বকশীগঞ্জে নার্স আক্রান্ত, চার বাড়ি লকডাউন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের বকশীগঞ্জে এক নারী (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নার্সের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। পরে রাতেই তাকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি কোয়ার্টার লকডাউন এবং হাসপাতালের চিকিৎসা সীমিত করা হয়েছে।

বকশীগঞ্জ হাসপাতালের সিনিয়র স্টাফ আক্রান্ত
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কয়েক দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালে ডিউটিতে ছিলেন। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লার লকডাউন করা বাড়িতে দুই শিশুর করোনা পজেটিভ
কুমিল্লা সংবাদদাতা জানান, ঢাকায় করোনায় ব্যবসায়ীর মায়ের মৃত্যুর পর জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে মৃতের সন্তানদের দু’টি বাড়ি করোনা সন্দেহে লকডাউন করেছিল স্থানীয় প্রশাসন। ওই বাড়িতে অবস্থান করা মৃতের আত্মীয়স্বজনদের করোনার আলামত সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকায়। গত বৃহস্পতিবার আইইডিআরসি থেকে প্রাপ্ত ফলাফলে ওই বাড়ির দু’টি শিশুর (মৃতের নাতি) শরীরে করোনার ফলাফল পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: মীর হোসেন মিঠু জানান, লকডাউন করা বাড়িতে আবদুর রহমান (৪) ও আবদুল্লাহ (৭) নামের দুই শিশুর করোনা পজেটিভ ফলাফল এসেছে। আপাতত বাড়িতে রেখেইে ওদের চিকিৎসা শুরু হয়েছে।

বগুড়ায় শজিমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু
বগুড়া অফিস জানায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ^াসকষ্ট ও জ্বরে তিনজন মারা গেছেন। তারা হলেনÑ বগুড়া জেলার গাবতলী উপজেলার সাবানা খাতুন (৩০), দুপচাঁচিয়া উপজেলার মোখছেদ আলী (৪৫) ও নাটোর জেলার সিংড়া উপজেলার আর্জিনা বেগম (৩০)। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার গাবতলী উপজেলার মহিষাবানের বাসিন্দা সাবানা নামে একজন মহিলা জ্বর, শ^াসকষ্ট নিয়ে ভর্তি হন। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় তিনি মারা যান। বুধবার সিংড়া উপজেলার আর্জিনা নামের এক মহিলা জ্বর, শ^াসকষ্ট নিয়ে ভর্তি হন। তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্রে পাঠানো হলে পথেই তিনি মারা যান। একই দিনে জ্বর, শ^াসকষ্ট নিয়ে ভর্তি হওয়া দুপচাঁচিয়ার মোখছেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বগুড়ার সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী জানান, মৃতদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, মহিষাবানের সাবানার বাড়িসহ ১৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা জেলায় একজন রোগী আইসোলেশনে আছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলাকে পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই সব জেলায় লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরছে এবং ফেরার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে চুয়াডাঙ্গা জেলার সাথে পাশ্ববর্তী জেলার সব সীমান্ত ও আন্তঃউপজেলার সীমান্তগুলোতে জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী গাড়ি, কৃষি পণ্য ও সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির মালবাহী গাড়ি ছাড়া সব প্রকার যানবাহন ও চলাচল নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা লকডাউন
চাঁদপুর সংবাদদাতা জানান, অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত জেলা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নৌপথে ট্রলারে করে এবং সড়কে বিভিন্ন বাহনে চাঁদপুরে লোকজন প্রবেশ করায় বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান অনলাইনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছেন। একই সাথে তিনি চাঁদপুরে লকডাউন কার্যকর রাখতে সেনাসদস্য বৃদ্ধির জন্য আবেদন করেছেন। গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্যকোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে আইনুশৃঙ্খলা রক্ষার্থে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান। এ দিকে চাঁদপুরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। তার বয়স ৩২।

মুন্সীগঞ্জে আন্তঃইউনিয়ন লকডাউন
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জে আন্তঃইউনিয়ন যোগাযোগ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের বিস্তৃতি ও সংক্রমণ মোকাবেলায় জেলায় জনসাধারণের প্রস্থান ও প্রবেশ নিয়ন্ত্রণে জেলার এক ইউনিয়ন হতে অন্য ইউনিয়নে যেকোনো প্রবেশ পথ দিয়ে যানবাহন প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে এসব যানবাহন নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে।

মুন্সীগঞ্জে তথ্য গোপন করে দাফন, এলাকা লকডাউন
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, করোনা আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির লাশ গোপনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাফন করার অভিযোগ উঠেছে। করোনায় মৃত মুফতি আবদুল্লাহ আল ফারুকীর পরিবার ও আত্মীয়রা কাউকে তথ্য গোপন করে দুই শতাধিক ব্যক্তির উপস্থিতিতে জানাজা দিয়ে দাফন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গ্রামে বিষয়টি জানাজানি হলে আবদুল্লাহ আল ফারুকীর জানাজায় অংশ নেয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনার জানার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়িটি লকডাউন করেন। এখন পুরো এলাকা লকডাউন করা হয়।

মানিকগঞ্জে পুলিশ সদস্য আইসোলেশনে

মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকগঞ্জে এক পুলিশ সদস্যকে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরো পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন রায়হান জানান, ওই পুলিশ সদস্য সিংগাইর থানার অধীনে ধল্লা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত। কয়েকদিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে গত বুধবার থেকে তিনি গলাব্যথা অনুভব করলে তাকে জেলা হাসপাতালে আনা হয়

পাবনার আইসোলেশন থেকে পালিয়ে আসা রোগী হাকিমপুরে উদ্ধার
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, পাবনা হাসপাতালের আইসোলেশনে থাকে দিনাজপুরের হাকিমপুরে পালিয়ে আসা রোগী মোস্তাক আল মামুনকে উদ্ধার করেছে হাকিমপুর থান পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তাকে তার বাড়ি মাধবপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এ তাকে এবং তার পরিবারের সবাইকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকতা আবদুর রাফেউল আলম জানিয়েছেন, ওই ব্যক্তির মধ্যে কোনো করোনাভাইরাসের উপসর্গ নেই।

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আক্রান্ত, জামালপুর জেলা লকডাউন
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টে দেহে করোনাভাইরাস পজিটিভ এসেছে। গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ দিকে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ৬৩ বছর বয়স্ক নুরল শেখ নামের এক ব্যক্তি সর্দি-জ্বর ও কাশিতে মারা গেলে ওই গ্রামের লোকজনদের মধ্যে করোনাভাইরাসের সন্দেহ হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ওই ব্যক্তির বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

জামালপুর লকডাউন : করোনাক্রান্ত দুই রোগী শনাক্ত হওয়ায় গত বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। গত বুধবার রাতে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে লকডাউনের এ ঘোষণা দেন তিনি। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, জামালপুরে দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ায় জেলাবাসীর সুরক্ষার জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। অত্যাবশ্যকীয় পণ্য ও নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত খোল থাকবে।

কুড়িগ্রামে শিক্ষা প্রকৌশলীর মৃত্যু
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী জোবাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়। প্রকৌশলী জোবাইদুল ইসলামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি কুড়িগ্রাম শহরের টেক্সটাইল এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বয়স ৩০ বছর। তিনি কুড়িগ্রামে যোগদানের মাধ্যমে চাকরিজীবন শুরু করেন। এখানে তিনি প্রায় তিন বছর ধরে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

শেরপুরে একজনের মৃত্যু, ছয়জনের নমুনা সংগ্রহ
শেরপুর সংবাদদাতা জানান, শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে জ¦র, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার দুপুরে সাইদুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই মৃত ব্যক্তিসহ ছয়জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেন বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ দিকে শেরপুরে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা হলেনÑ শ্রীবরদী পৌরসভার সাতানী মহল্লার প্রথমবারের আক্রান্ত খোদেজা বেগমের নাতি ১০ বছরের শিশু তৌহিদ ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মাফাজ (৩৬)। এ ঘটনায় করোনা আক্রান্ত দুই রোগীর আশপাশের ৩২টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। সেই সাথে আক্রান্তদের বাড়ি ও সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দিনাজপুরে বৃদ্ধের মৃত্যু, না’গঞ্জ ফেরত দুই ভাইকে নিয়ে উৎকণ্ঠা
দিনাজপুর সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে দিনাজপুর বিরামপুরের বটতলী বেপারিটোলা (সৌলাহার) গ্রামে ইছাহাক আলী (৭০) নামে এক বৃদ্ধ গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন। কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানান উপসর্গে ভোগার কারণে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন ওই বৃদ্ধ। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের করোনা সন্দেহ অভিযোগকে নাকচ করে দিয়ে বিরামপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের চিকিৎসক সোলায়মান হোসেন মেহেদি জানান, বার্ধক্যজনিত লোপ্রেসারে ভুগে মারা গেছেন ওই বৃদ্ধ।

রূপগঞ্জে দুইজনের মৃত্যু, সাংবাদিকদের হস্তক্ষেপে একজনের দাফন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইতুন্নেসা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ওই নারীর মৃত্যু হয়। ওই নারী পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টর এলাকার বাসিন্দা। এ দিকে করোনা উপসর্গ থাকায় এলাকাবাসী স্থানীয় কবরস্থানে দাফনে বাধা দেয়। পরে এলাকা রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে প্রশাসনের সমন্বয়ে ওই নারীর দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাঈদ আলম মামনু বলেন, ওই নারী অনেক আগে থেকেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার পরও ওই নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে ওসমান (৪৮) নামে এক ব্যক্তির। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তি এলাকার আব্দুল মজিদের ছেলে ওসমান (৪৮)। মৃত ব্যক্তির এক চাচাতো ভাই একই উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গোবিন্দগঞ্জে শিশুর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিমা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়া পাড়া গ্রামের এনামুল হকের শিশু কন্যা রিমা খাতুন গত ২-৩ দিন পূর্বে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। গতকাল সকালে সে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। এনামুল তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। সে গত ৫ এপ্রিল নিজ বাড়িতে ফিরে আসেন। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মজিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের একটি বিশেষ মেডিক্যাল টিম করোনাভাইরাস পরীক্ষার জন্য ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছে।

জয়পুরহাটের তরুণের মৃত্যু : ১০ বাড়ি লকডাউন
জয়পুরহাট সংবাদদাতা জানান, বগুড়া থেকে বাড়িতে রেখে যাওয়ার একদিন পর জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ বর্মণপাড়া গ্রামের এক তরুণ গত বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতাল নেয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় ওই তরুণেরসহ ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মৃত নির্দোষ চন্দ্র (২১) ওই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। নির্দোষ চন্দ্র বগুড়া শহরের একটি ডাল প্রস্তুতের কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন। তিনি বলেন, কারখানায় নির্দোষ অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার লোকজন বুধবার তাকে নিজ বাড়িতে রেখে যায়। তাকে সিএনজিযোগে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে উপজেলার ফুলদীঘি বাজার এলাকায় মারা যান।

পাথরঘাটায় একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুবন মিস্ত্রির ছেলে ভবরঞ্জন মিস্ত্রি (৬৫)। উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ভবরঞ্জন মিস্ত্রির মেয়ে আলো রানী জানান, তার বাবা দীর্ঘ দিন ধরে জ্বরে ভুগছিলেন। কিছু দিন আগে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডাক্তার দেখালে তারা টাইফয়েডের ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এতে সুস্থ না হয়ে দিন দিন অবস্থা খারাপের দিকে যায়। গত দু’দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে সাধারণ ওয়ার্ডে ভর্তি রাখেন। ভর্তির কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মারা যান। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে ফলাফল পাওয়া গেলে করোনায় আক্রান্ত ছিলেন কি না বুঝা যাবে।

টাঙ্গাইল শহরে একজনের মৃত্যু : পাঁচ বাড়ি লকডাউন
টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইল শহরের বিশ^াস বেতকা আটপুকুর এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর আটপুকুর এলাকার পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। টাঙ্গাইল সদরের ইউএনও আতিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। বুধবার রাত ১টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি টিম তার জানাজা ও দাফন সম্পন্ন করেছে। এখন তার নমুনার রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। স্থানীয় পৌর কাউন্সিলর হুমায়ুন জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে ঠাণ্ডা, জ¦র, কাশি, গলা ব্যথা ও শাসকষ্টে ভুগছিলেন। এ জন্য মঙ্গলবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। তিনি আগে ব্যবসা করলেও বর্তমানে তিনি বাড়িতেই থাকতেন বলে জানান কাউন্সিলর।

এ দিকে টাঙ্গাইলে নতুন করে ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে ৯৬ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া করোনা রোগী শনাক্ত হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে একটি গ্রাম লকডাউন করে দিয়েছে প্রশাসন। টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, বৃহস্পতিবার নতুন করে ৪২ জনসহ মোট ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৯৬ জনের। তাতে টাঙ্গাইলের মির্জাপুরের একজন স্বাস্থ্যকর্মী ছাড়া আর কারো মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

রংপুর বিভাগে ১১ জনের শনাক্ত : কোয়ারেন্টিনে ৮৮৩
রংপুর অফিস জানায়, রংপুর বিভাগের আট জেলার মধ্যে তিনটি জেলায় মোট ১১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা প্রবাসী, তাদের স্বজন, চিকিৎসক, ছাত্র ও গার্মেন্টস শ্রমিক। এতে এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কমিউনিটি ট্রান্সফারের মাধ্যমে তারা আক্রান্ত হয়ে বলে জানা গেছে। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশফেরত আরো ১৯৭ জন। এ নিয়ে এই বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে থাকছেন ৮৮৩ জন।

ফমেকে পৌঁছেছে করোনা পরীক্ষার যন্ত্রপাতি
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) এসে পৌঁছেছে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা এসব যন্ত্রপাতি ঢাকার এয়ারপোর্ট থেকে গতকাল শুক্রবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজে এসে পৌঁছে। ফমেক ভবনের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি (অণুজীববিদ্যা) বিভাগে গত সোমবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষাগার তৈরির কাজ। সেখানেই এসব যন্ত্রপাতি স্থাপন করা হবে।

কাপাসিয়ায় ফিড মিল কর্মীর আক্রান্ত, কারখানা ও বাড়ি লকডাউন
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়ায় মোহাম্মদ ইব্রাহীম (২৮) নামের পোল্ট্রিফিড কারখানার এক কর্মীকে পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার তার ফলাফল পাওয়া যায়। আক্রান্ত ওই কর্মী কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের সেলস সুপারভাইজার। স্থানীয় প্রশাসন এ ঘটনায় কারখানাসহ ওই এলাকা লকডাউন ঘোষণা করেছে।

গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করেছে গাইবান্ধা জেলা প্রশাসন গতকাল বিকেল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানান গাইবান্ধা জেলা প্রশাসন।

জানা গেছে, গাইবান্ধা জেলায় বিদেশ ফেরত দুইজনসহ তিন ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন যাপন করছিল। এরই মধ্যে সিভিল সার্জনের সুপারিশক্রমে ও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনাক্রমে গাইবান্ধা জেলাকে লকডাউন করা হলো।

কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা
কুমিল্লা সংবাদদাতা জানান, করোনা সংক্রমণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লা জেলায় প্রবেশ করতে পারবেন না। সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

নেত্রকোনার লক্ষ্মীপুর গ্রাম লকডাউন
নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনার দ্বীপহাওর খালিয়াজুরী উপজেলার লক্ষ্মীপুর গ্রামকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। করোনাভাইরাস ঠেকাতে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক মাইকিং করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ দেয়া হয়।

এ দিকে নারায়ণগঞ্জ থেকে আসা কয়েক শ্রমিক নেত্রকোনা পৌর এলাকার ইসলামপুর গ্রামে আসার পর সেখানে অবস্থান করায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম জানান, প্রায় দুই সপ্তাহ আগে এক কিশোর এখানে আসার পর তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চাটমোহরের ২২ জনের নমুনা সংগ্রহ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা লকডাউন করায় গত বুধবার ও বৃহস্পতিবার শতাধিক মানুষ চাটমোহরে প্রবেশ করলেও তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। এলাকার মানুষ থেকে খবর পেয়ে থানা পুলিশ, ম্যাজিস্ট্রেট তাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা দিলেও অনেকে তা না মানায় চাটমোহরের মানুষের দিন কাটছে শঙ্কায়।

ইতোমধ্যে ২২ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আটজনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের কেউই করোনায় আক্রান্ত নন।

শাহজাদপুরের ৪ ইউনিয়ন লকডাউন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: শামসুজ্জোহা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চারটি ইউনিয়নকে লকডাউন ঘোষণা করেছেন। ইউনিয়ন চারটি হলো কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহ নগর। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ সংবলিত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। জানা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সড়ক ও নৌপথে অসংখ্য গার্মেন্টকর্মী শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নে আগমন করায় করোনাভাইরাস প্রতিরোধে জনস্বার্থে এ লকডাউন ঘোষণা করা হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশক্রমে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওই চারটি ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়।

https://www.dailynayadiganta.com/first-page/494972/