১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪১

রাজস্ব আদায়ে ভাটা

৫ বছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সবচেয়ে কম

সদ্যসমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে দুই লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৭ শতাংশ, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্নœ। রাজস্ব আদায়ে আয়কর ও ভ্যাটে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও বিপর্যয় নেমে এসেছে কাস্টমসে। সদ্যবিদায়ী অর্থবছরে কাস্টমসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল গড়ে ৩ শতাংশ।

পাঁচ বছর আগে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এর আগের অর্থবছরে (২০১৩-১৪) প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৭ শতাংশ। শুধু তা-ই নয়, ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার যেখানে ছিল ১৭ দশমিক ৯ শতাংশ, সেখানে পরের এই ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৭ শতাংশ অর্জিত হয়েছে।

গতকাল বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সম্মেলন কক্ষে এনবিআরের চেয়ারম্যার মো: মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য তুলে ধরেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের রাজস্ব আহরণ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন। কেউ কেউ বিষয়টির ভিন্নতর ব্যাখ্যা দিয়ে থাকেন। কোনোভাবেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করেন। তবে আমরা মনে করি, অত্যন্ত সুকৌশলে ও সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক এগোচ্ছি।

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার কম হওয়ার বিষয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উন্নত দেশে রূপান্তরিত হতে সরকার বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে গিয়ে বিপুল রাজস্ব অব্যাহতি দিতে হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নের পরে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

কোন খাত থেকে কত অর্থ আদায় করা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, ২০১৮-১৯ অর্থবছরে আয়করে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মোট রাজস্বের ৩২ দশমিক ৬ শতাংশ। ভ্যাট থেকে ৮৭ হাজার ৬১০ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মোট রাজস্বের ৩৯ দশমিক ১ শতাংশ।

কাস্টমস থেকে ৬৩ হাজার ৩৮২ কোটি ১৬ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর, যা মোট রাজস্বের ২৮ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ মোট দুই লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। টাকার পরিমাণে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও প্রবৃদ্ধির হারে তা গত পাঁচ বছরের মধ্যে কম।
এনবিআরের তথ্য মতে, ২০০৮-০৯ অর্থবছরে ১০ দশমিক ৭ শতাংশ, ২০০৯-১০ অর্থবছরে ১৮ দশমিক ১ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ২৮ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১৯ দশমিক ৭ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ১৪ দশমিক ৮ শতাংশ, ২০১৩-১৪ অর্থবছরে ১০ দশমিক ৭ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ১২ দশমিক ৩ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ১৩ দশমিক ২ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ১১ দশমিক ৭ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ১৭ দশমিক ৯ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ১০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

গত অর্থবছরের রাজস্ব আদায়ে আয়কর ও ভ্যাটে প্রবৃদ্ধি ভালো হলেও বিপর্যয় নেমে এসেছে কাস্টমসে। সদ্যবিদায়ী অর্থবছরে কাস্টমসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল গড়ে ৩ শতাংশ। এর কারণ হিসেবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভোগ্যপণ্য আমদানি কমেছে, যার কারণে কাস্টমসে রাজস্ব আদায় তুলনামূলক কম। এ ছাড়া ক্যাপিটাল মেশিনারিজের আমদানি হয়েছে সেসব পণ্যে ডিউটি নেই বলে জানান তিনি।

http://www.dailynayadiganta.com/first-page/429686/