১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১:৩৭

৭০ দিনে ঝরল ৬৮৫ প্রাণ

মায়ের সামনে সড়কে লাশ হল স্কুলছাত্রী

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের হাত ধরা অবস্থায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেছে এক স্কুলছাত্রীর। এ ছাড়া রাজশাহীতে যুবক, নাটোরে ওষুধ কোম্পানির কর্মকর্তা ও কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী নিহত হয়েছেন। নোয়াখালীর সেনবাগসহ তিন স্থানে আহত হয়েছেন ৪২ জন। এ নিয়ে ৭০ দিনে সড়কে প্রাণ গেল ৬৮৫ জনের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত ফাতেমা আক্তার ফুলবাড়িয়া গ্রামের সিরাজ আলীর মেয়ে ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ দুর্ঘটনা ঘটে বুধবার সকালে পৌর ফুলবাড়িয়া এলাকা সড়কে মা শিল্পী বেগমের হাত ধরে সে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি এসে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পাকা সড়কে পড়ে যায়। গুরুতর অবস্থায় সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মনিরুল ইসলাম (২৮) আতাহার গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বুধবার সকালে উপজেলার লস্করহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিরুল গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ থেকে গরু নিয়ে বাসুদেবপুর যাচ্ছিলেন।

নাটোর : বাসচাপায় নিহত আবদুল হান্নান একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা। তার বাড়ি টাঙ্গাইলের তোরাবগঞ্জ। হরিশপুর বাইপাস সড়কে বুধবার সকাল ১০টার দিকে শোভন নামের যাত্রীবাহী বাসে ওঠার সময় পা পিছলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে মোটরসাইকেল চালক খাইরুল ইসলাম নিহত হন। তিনি মিরারচর গ্রামের বাসিন্দা। পেশায় পরিবহন ব্যবসায়ী। পিকআপ চালক ও তার সহযোগীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আমতলী (বরগুনা) : আমতলী-কুয়াকাটা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে বুধবার মাহেন্দ্র-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য মোসা. মিনারা বেগমের নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন।

বেরোবি (রংপুর) : রংপুরের কাউনিয়ায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ৪ ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সেনবাগ (নোয়াখালী) : ফেনী-নোয়াখালী মহাসড়কের নোয়াখালীর সেনবাগে সুগন্ধা পরিবহনের বাস খাদে পড়ে ৩৫ যাত্রী আহত হন। এতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

https://www.jugantor.com/todays-paper/news/197788