২ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১১:৩৪

পাঁচ লাখ শিক্ষার্থী এখনো ভর্তি হয়নি একাদশে আগামী সপ্তাহে কলেজ ভর্তি উন্মুক্ত হতে পারে

একাদশ প্রথমবর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষের) ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে। কিন্তু গত ৬ এপ্রিল প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল পর্যন্ত সারা দেশে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি হয়নি বা হতে পারেনি। ভর্তিপ্রক্রিয়া নিশ্চিত করেছে ১২ লাখ ৫৬ হাজার ৩২৬ জন শিক্ষার্থী। ফলে ৪ লাখ ৯২ হাজার ৮৩৯ জন উত্তীর্ণ শিক্ষার্থী এখনো ভর্তির আবেদনই করেনি। ফলে এরা ভর্তিপ্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। এরা এ বছর ভর্তি না হলে বা ভর্তির সুযোগ দিলেও ভর্তি না হলে, ঝরে পড়ার শঙ্কা রয়েছে। এ তথ্য খোদ শিক্ষা বোর্ডগুলোর।

এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক নয়া দিগন্তকে বলেন, তিন ধাপে অনলাইনে ভর্তির সুযোগ নেয়নি বা পছন্দের কলেজ পায়নি, তাদের জন্য আসন খালি সাপেক্ষে কলেজে ভর্তি উন্মুক্ত করা হবে।

ভর্তিপ্রক্রিয়ার বাইরে কেউ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এসএসসিতে উত্তীর্ণ সবার জন্যই ভর্তির সুযোগ ও আসন রয়েছে। তবে কোনো শিক্ষার্থী কার্যক্রম অব্যাহত না রাখে, সে ক্ষেত্রে কাউকে ধরে এনে ভর্তি করানোর কোনো সুযোগ নেই।

ঝরে পড়া সম্পর্কে তিনি বলেন, নানা কারণেই শিক্ষাজীবনে ছেদ পড়তে পারে। একে ঝরে পড়া হিসেবে চিহ্নিত করা কতখানি যৌক্তিক?

অনলাইনে ভর্তিকার্যক্রমের তথ্য-উপাত্ত থেকে জানা যায়, একাদশে ভর্তির জন্য অনলাইনে সারা দেশে তিন ধাপের ভর্তিপ্রক্রিয়া শেষ হলেও এখনো চার লাখ ৯৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। ঢাকা বোর্ডের কলেজগুলোতেই আসন ফাঁকা রয়েছে দুই লাখের বেশি। অন্যান্য বোর্ডের প্রতিটিতে অসংখ্য আসন খালি রয়েছে। জানা গেছে, ভর্তির জন্য কলেজ পেয়েও অনেকে ভর্তি হয়নি। শিক্ষা বোর্ড সূত্রে বলা হয়েছে, ভর্তি না হওয়া শিক্ষার্থীদের অনেকে ভর্তির জন্য আবেদন করে কলেজ পেয়েও ভর্তি নিশ্চিত করেনি। অন্য দিকে অনেকে আবার ভর্তির জন্য আবেদনই করেনি।

কেন ভর্তি হয়নি বা আবেদন করেনি জানতে চাইলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ নয়া দিগন্তকে বলেন, একাদশ শ্রেণীতে ভর্তির তিন ধাপে অনলাইন আবেদন ও ভর্তিকার্যক্রম শেষ হয়েছে। ভর্তিপ্রক্রিয়াকেও আগের চেয়ে সহজ করা হয়েছে। তারপরও অনেক শিক্ষার্থী ভর্তির বাইরে রয়ে গেছে, সেটি ভাবনার বিষয়।

কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন বলেন, গতকাল ক্লাস শুরু হয়েছে সারা দেশে। আগামী এক সপ্তাহের মধ্যে কলেজগুলোতে শূন্য আসনের পরিসংখ্যান পাওয়া যাবে। এর পরই কলেজে ভর্তি উন্মুক্ত করা হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আসন খালি পেলে যেকোনো কলেজে ভর্তির জন্য কলেজে গিয়েই সরাসরি ভর্তির সুযোগ পাবে। এর জন্য নতুন করে অনলাইনে আর আবেদন করতে হবে না।

উচ্চমাধ্যমিক স্তরে প্রবেশের আগেই ঝরে পড়া সম্পর্কে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বলেন, দারিদ্র্য এর অন্যতম কারণ। তবে এ ক্ষেত্রে ছাত্রীদের সংখ্যা বেশি হয়ে থাকে। তবে এর সঠিক কোনো পরিসংখ্যান বোর্ডগুলোর হাতে নেই বলে তারা স্বীকার করেন।

http://www.dailynayadiganta.com/last-page/422081/