২৬ জুন ২০১৯, বুধবার, ১০:৪৩

এটিএম আজহারের আপিলের শুনানি ৫ম দিনে আজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে করা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিল আবেদনের উপর শুনানি অব্যাহত রয়েছে। গত ১৮ জুন শুনানি শুরু হয়ে ১৯ জুন শুনানি শেষ করে গত সোমবার পর্যন্ত মুলতবি ছিল। গত সোমবার থেকে আবার একটানা শুনানি শুরু হয়েছে। আজ বুধবারও শুনানি হবে। কার্যতালিকায় ৩ নাম্বার আইটেম হিসেবে রয়েছে আজ।

প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে এ শুনানি চলছে। এই আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নুরুজ্জামান।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শুনানির পর আজ বুধবার পর্যন্ত আবারো শুনানির দিন ধার্য করে গতকালের শুনানি মুলতবি ঘোষণা করা হয়। এটিএম আজহারের পক্ষে পেপারবুক থেকে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন। তিনি গতকালও স্বাক্ষীদের জবানবন্দী ও জেরা শুনানি করেন। পেপারবুক থেকে শুনানি শেষ হলে আর্গুমেন্ট শুরু হবে। এটিএম আজহারুল ইসলামের পক্ষে গতকাল শুনানিতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মতিউর রহমান আকন্দ, এস এম কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন খান, শিশির মোহাম্মদ মনির।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়।

প্রসিকিউশনের আনা নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পাঁচটি এবং পরিকল্পনা-ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত হয়েছে বলে মনে করে আদালত।
এর মধ্যে মৃত্যুদণ্ডের রায় আসে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে অন্তত ১৪০০ লোককে হত্যা এবং ১৪ জনকে খুনের অপরাধে। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।

http://www.dailysangram.com/post/380494