৬ এপ্রিল ২০১৯, শনিবার, ১১:২২

সেতু আছে সড়ক নেই

৪০ ফুট দীর্ঘ সেতু। দুইপাশে রাস্তা আছে নামেমাত্র। কাঁচা রাস্তাটি দেবে গেছে অনেক আগে। এতে করে সেতুতে উঠতেই পারে না যানবাহনগুলো। আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের মামুর খাইন এলাকায় এ সেতুকে ঘিরে মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের।

সেতু নির্মাণের দুই বছর পার হলেও দুইপাশে কোন সড়ক নির্মাণ করা হয়নি। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মামুর খাইন, তালছড়া, শিলালিয়া, তিসরী এলাকার প্রায় ৩০ হাজার লোক। সেতুটি নির্মাণ কাজ শেষ হয় প্রায় দুই বছর আগে। এতে ব্যয় হয় ৩০ লাখ নয় হাজার টাকা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোন কাজে আসছে না।

বিগত ১৫-১৬ অর্থবছরে বেউলিয়া খালের উপর আনোয়ারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সেতুটি নির্মাণ করে। দুইপাশে কোন সংযোগ সড়ক নির্মাণ না করায় এ সেতুটি এলাকার জনগণের কোন কাজে আসছে না। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন জানান, সেতুটির দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অবহিত করা হয়েছে।

https://www.dailyinqilab.com/article/197978