৩১ মার্চ ২০১৯, রবিবার, ৯:৩৭

১০৭ উপজেলায় নির্বাচন আজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮৮ জন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। তবে, চতুর্থ ধাপের নির্বাচনে এরই মধ্যে তিনটি পদে ৮৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বিজিবির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫০টি উপজেলা ঝুঁকিপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব খবর পাওয়া গেছে।

এছাড়া পক্ষপাতিত্বের অভিযোগ, সহিংসতা মোকাবিলা ও নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পিরোজপুরের পুলিশ সুপার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৪টি উপজেলায় ২৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০০ উপজেলায় ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটির বেশি এবং কেন্দ্রের সংখ্যা সাড়ে আট হাজার।

এদিকে, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। তারা হলেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন। এই ধাপে মোট ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে। চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এছাড়া, আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া উপজেলার নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া ও নোয়াখালীর কবিরহাটের নির্বাচন সহিংসতার আশঙ্কায় ইসি স্থগিত করেছে। এছাড়া ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব উপজেলায় ভোট হচ্ছে না। চতুর্থ ধাপের নির্বাচনে ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী রয়েছেন।

http://mzamin.com/article.php?mzamin=166065&cat=3