২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১১:০৭

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসলাইনে ত্রুটি দেখা দেয়ায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে চুলার গ্যাস। গত ১ সপ্তাহে এ কারণে দু’বার দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়লেও চাহিদা বেড়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চাহিদা অনুসারে গ্যাস মিলছে না। শিল্প, বাণিজ্য, বাসাবাড়িসহ সব খাতেই ভোগান্তি বাড়ছে গাস সংকটে। কলকারখানায় উৎপাদন কম হচ্ছে। বাসাবাড়িতে সময়মতো গ্যাস থাকছে না। গৃহিণীদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। জ্বলছে না রান্নার চুলা। সিএনজি স্টেশনে বাড়ছে গ্যাস নিতে আসা গাড়ির লাইন। গ্যাস না পাওয়ায় বন্ধ থাকছে অনেক বিদ্যুৎ কেন্দ্র।

শিল্পোদ্যোক্তারা বলছেন, শিল্পে গ্যাস সংকট বেড়েছে। বিশেষ করে গাজীপুর, আশুলিয়া, টঙ্গী ও সাভারের শিল্পকারখানাগুলোতে চাহিদা অনুসারে গ্যাস মিলছে না। যখন গ্যাস আসে তার চাপ এত কম থাকে যে কারখানা চালু করা যায় না। প্রায় সব কারখানা দিন ও রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে। সাভার ও আশুলিয়ার একাধিক গার্মেন্ট মালিক জানিয়েছেন, কয়েকদিন ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির বেশি অবনতি হয়েছে।

রাজধানীসহ দেশের অনেক এলাকায় বাসাবাড়িতেও রান্নার গ্যাস সব সময় মিলছে না। মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, পশ্চিম আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, পশ্চিম ধানমণ্ডি, মধুবাজার, শেখের টেক, লালবাগ, সোবহানবাগ, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, কামরাঙ্গীরচর, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, যাত্রাবাড়ীর একাংশ, দক্ষিণ বনশ্রী, রামপুরার শিমুলবাগ, আশীষ লেন ও উলন রোড এলাকায় গ্যাস সমস্যার অভিযোগ পাওয়া গেছে। এসব এলাকার কোথাও কোথাও সারা দিন চুলা জ্বলে না। কোথাও সকালেই গ্যাসের চাপ কমে যায়। আসে দুপুরে। কোথাও সন্ধ্যায় গ্যাস পাওয়া যায়। জানতে চাইলে সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোস্তাফা কামাল বলেন, এলএনজি সরবরাহ বাড়লেও তা চাহিদার তুলনায় অনেক কম। তাদের চাহিদা ২০০ কোটি ঘনফুট। পান ১৭০ কোটি ঘনফুট। ফলে গ্যাস সরবরাহে সংকট লেগেই থাকে।

তবে পেট্রোবাংলার একজন পরিচালক বলেছেন, এপ্রিল থেকে আরও ৫০ কোটি ঘনফুট এলএনজি পাইপলাইনে যুক্ত হবে। তখন সংকট অনেকটাই দূর হবে।

https://www.jugantor.com/todays-paper/first-page/146832