১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৭:১৩

কাল ঢাকার প্রাণ কেন্দ্রে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

আগামীকাল মঙ্গলবার ঢাকার প্রাণকেন্দ্রের কয়েকটি স্থানে ১২ ঘণ্টা গ্যাস সবরবরাহ বন্ধ থাকবে। মেট্রোরেলের কাজের জন্য শাহবাগ এলাকায় তিতাসের পাইপ লাইন স্থানান্তর করা হবে। এ জন্য ওই দিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীর ধানমন্তি, জিগাতলা, মোহাম্মদপুর, পুরনো ঢাকা, রামপুরা, বনশ্রী, মিরপুরের একাংশ ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান খান গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, মেট্রোরেলের কাজ চলমান রাখার স্বার্থে আগামীকাল মঙ্গলবার শাহবাগ এলাকায় তিতাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এ জন্য ১২ ঘণ্টা আলোচ্য এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে, সন্ধ্যা ৬টায় গ্যাস সরবরাহ বন্ধ করা হলেও আরো দুই ঘণ্টা পাইপলাইনে গ্যাস থাকবে।

এ দিকে, শুক্রবারে যান্ত্রিক ত্রুটির কারণে অচলাবস্থায় পড়া রাজধানীর আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগসহ এর আশপাশ এলাকায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ গতকাল সকাল ৮টায় শুরু হয়েছে।

তিতাসের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান খান বলেন, শুক্রবার রাত ৭টার দিকে আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) একটি সঞ্চালন লাইনের মধ্যে অবস্থিত গ্যাসকেট (লাইনের ভেতরের কিছু অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ গ্যাসকেট দিয়ে জোড়া দেয়া হয়) ফেটে যায়। এতে আশুলিয়া, সাভার, মিরপুর, মোহম্মদপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মেরামতের জায়গা নির্ধারণ করতে সময় পার হয়ে যায় আরো প্রায় ১০ ঘণ্টা। গত শনিবার সকাল ৮টায় মেরামত কাজ শুরু করা হয়। যান্ত্রিক ত্রুটি মেরামত হতে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত লেগে যেতে পারে। এ জন্য গ্যাস বন্ধ থাকা এলাকার বাসিন্দাদের আরো ১২ ঘণ্টা (আজ সকাল ৮টা) পর্যন্ত অপেক্ষা করতে হয়। গতকাল সকাল ৮টা থেকে আলোচ্য এলাকাগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে বলে তিনি জানান।

http://www.dailynayadiganta.com/last-page/389375