১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৬

নটর ডেম ছাত্রের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ

সবুজবাগ থানায় মামলা

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নটর ডেম কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়োগেন হেনছি গোন সালভেজ (২২)।

মঙ্গলবার রাতে কদমতলার ৯ নম্বর লেনের ৭৭/এ নম্বর বাড়ির নিচতলায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নটর ডেম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন ইয়োগান।

পুলিশ বলছে, পরিচয় গোপন করে নতুন ভাড়া বাসায় উঠেই খুন হন তিনি। তার বাবার নাম ম্যাকলিন গোন সালভেজ, গ্রামের বাড়ি চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটায়। এর আগে তিনি মামাতো বোন শ্রিপার সঙ্গে পুরান ঢাকার নারিন্দায় থাকতেন।

কারা এবং কেন তাকে খুন করা হল, কেন-ই বা তিনি পরিচয় গোপন করে বাসা ভাড়া নিলেন, তা জানাতে পারেনি পুলিশ ও পরিবার।

ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, পিঠে ও পেটে ১৫টি জখমের চিহ্নসহ শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভগ্নিপতি রোমেন পিনারু জানান, শুক্রবার গুলশানের নর্দায় বোন ডালিনের বাসায় যায় ইয়োগেন। সেখান থেকে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় ফোনে কল দেয়া হয়। কিন্তু কয়েকবার রিং হয়ে বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে জানতে পারেন কদমতলার একটি বাসায় তার লাশ পাওয়া গেছে। ইয়োগেন কিছুদিন আগে রবি কল সেন্টারে চাকরির জন্য ট্রেনিং করছিল। তার কোনো শত্রু ছিল না বলেও জানান রোমেন পিনারু।

সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানান, মঙ্গলবার রাতে কদমতলার বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের পেটে সাতটি ও পিঠে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

https://www.jugantor.com/todays-paper/last-page/144156