১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১২:১০

ইলিশ উৎপাদন বাড়াতে নয়া কৌশল ভারতের

আবারো ভারতের এলাহাবাদ পর্যন্ত বিচরণ করবে গঙ্গার ইলিশ। এমনটাই দাবি করছেন ভারতীয় গবেষকরা। সত্তরের দশকেও বাংলাদেশ তো বটেই এলাহাবাদ পর্যন্ত গঙ্গাজুড়ে ছিল সুস্বাদু এ মাছের বিচরণ। কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণের পর এ অবস্থা পরিবর্তন হয়ে যায়। ইলিশের গতিপথ বদলে যাওয়ার কারণে পদ্মা নদীর ভারতীয় এলাকায় ইলিশের পরিমাণ একেবারেই কমে গেছে। ফলে সেখানে ইলিশ হয়ে উঠেছে বহু আকাঙিক্ষত একটি মাছ। ২০১৬ সালের জুনে হাওড়ায় একটি চার কেজি ইলিশের দাম উঠেছিল প্রায় ২২০০০ টাকা। তাই এ নিয়ে গবেষণা করছে ভারত।

বাংলাদেশের ইলিশ আটকে রাখতে তারা তৈরি করছে বিশেষ ইলিশ করিডোর। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই করিডোরের নাম দেয়া হয়েছে নেভিগেশন লক। চালু হবে এ বছরের জুন মাসে। এতে দেশটির মোট খরচ হয়েছে প্রায় ৩৬১ কোটি রুপি। এটি চালু হলে ইলিশের প্রজননের যে তিনটি মৌসুম রয়েছে তখন পদ্মা হয়ে বাংলাদেশ থেকে ভারতে যে জাটকা যাবে তা আটকে রাখতে পারবে ভারত। বিশেষ এই পদ্ধতিতে ভারতীয় অংশে বাড়ানো হবে ইলিশের পরিমাণ। প্রজনন মৌসুমে ইলিশ রাত একটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত চলাচল করে থাকে, এই সময়কেই কাজে লাগাবে ভারত। এ সময় নির্মিত ৮ মিটার লম্বা গেটটি খুলে দেয়া হবে। এতে ইলিশের চলাচলে থাকা নেভিগেশন লক আর থাকবে না। ফলে ইলিশ সহজেই বাংলাদেশ থেকে ভারতের অংশে বিচরণ করতে পারবে। সমপ্রতি এই প্রযুক্তির নকশা করা হয়েছে। নিজ দেশেই নকশা করায় প্রায় শতকোটি রুপি সাশ্রয়ও হয়েছে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতীয় অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে। একইসঙ্গে বাড়বে মৎস অর্থনীতিও।

http://mzamin.com/article.php?mzamin=158762&cat=6