৭ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১১:১৭

সড়কে আরও ৮ জনের প্রাণহানি, আহত ৪১

দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪১ জন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১১ জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহীতে ট্রাকচাপায় স্থানীয় এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। গাইবান্ধায় মোটরসাইকেল ও শেরপুরে ইজিবাইকের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় বাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অটোযাত্রী। নওগাঁয় ট্রাক্টর উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। গাজীপুরে লরি থেকে পড়ে মারা গেছে এক শিশু শ্রমিক। নোয়াখালীর সেনবাগে মাটিবাহী ট্রাক্টর ও রাজবাড়ীতে ট্রাকচাপায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : মহানগরীতে ট্রাকচাপায় শামীম হোসেন (৩২) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। তিনি জেলা ট্রাক মালিক সমিতির প্রচার সম্পাদক। নগরীর শেখেরচক পাঁচানিমাঠ মহল্লায় তার বাড়ি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সড়ক পারাপার হচ্ছিলেন শ্রমিক নেতা শামীম। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা : সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় লুচি বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত লুচি বেগম পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি গ্রামের লিটন মুহুরির স্ত্রী। বেলা ১১টার দিকে নিজের ছেলের মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

কুমিল্লা : বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সায়েব আলী (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকাল ১০টার দিকে নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সায়েব আলী কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাম্প অপারেটর। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করেছে পুলিশ।

শেরপুর : ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আশিকুর রহমান (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে শহরের চকপাঠক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে পরিবারের কাছে আশিকুর রহমানের লাশ হস্তান্তর করা হয়েছে।

সেনবাগ : নোয়াখালীর সেনবাগে মাটিভর্তি ট্রাক্টর উল্টে মাটিচাপায় ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উপজেলার ছাতারপাইয়া-চিলাদী সড়কের চিলাদী মুন্সী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত চালক আবু জাহের (২৫) ছাতারপাইয়া ইউপির ছাতারপাই গ্রামের শালি সর্দারবাড়ির রুহল আমিনের ছেলে।

নওগাঁ : রানীনগরে ট্রাক্টরের চাপায় হারেজ আলী মণ্ডল (৭০) নামে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় তোরাব আলী নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বান্দায়খাড়া-নওগাঁ সড়কের দুই নম্বর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারেজ আলী রানীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত তুমিজ মণ্ডলের ছেলে।

গোয়ালন্দ (রাজবাড়ী) : ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পোস্ট অফিসের সামনে মাটিবাহী ট্রাকচাপায় জাবেদ আলী শেখ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের চাদাই শেখের ছেলে।

কালীগঞ্জ (গাজীপুর) : লরি থেকে পড়ে লিমন নামের ১৬ বছরের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার উত্তরগাঁও মুক্তিযোদ্ধা ওয়ালী মাসুদের বাড়ির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত লিমনের বাড়ি কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড উত্তর এলাকার মো. নাজাত উল্লার ছেলে।

ভালুকা (ময়মনসিংহ) : বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির সামনে বাস উল্টে অন্তত ৩৩ শ্রমিক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : অটোরিকশার ধাক্কায় সাংবাদিক মনিরুজ্জান বাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে হাজীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। বাবলু স্থানীয় মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক।

আগৈলঝাড়া : আগৈলঝাড়া-পয়সাহাট-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাসের বড়মগড়ার পশ্চিম পাশে বুধবার সকালে টেম্পো উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

https://www.jugantor.com/todays-paper/news/141819