৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১০:২০

চট্টগ্রাম কলেজে অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

চেয়ার ভাঙচুর : আহত ২

চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। তারা অধ্যক্ষের কক্ষের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। মারামারির সময় অধ্যক্ষ ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক ওই কক্ষে ছিলেন। তারা ছাত্রলীগের নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের দু’জন আহত হয়েছে। গতকাল বেলা ১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করে। বেলা ১টায় চসিক মেয়র সমর্থিত ছাত্রলীগের একটি অংশের ১৫-২০ জন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ২০০ প্যাকেট খাবার দাবি করে। কলেজ কর্তৃপক্ষ তাদের ৫০ প্যাকট খাবার সরবরাহ করে। এ সময় তারা অধ্যক্ষের সাথে বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের নেতৃত্বে একদল নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। এরপর দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে চলা সংঘর্ষের সময় অধ্যক্ষের কক্ষের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

মারামারির একটি ভিডিও ফুটেজে দেখা যায়, উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা এবং ইটপাটকেল নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। কলেজ অধ্যক্ষ ও শিক্ষকেরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে। উত্তেজিত ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মো: আবুল হাসান সাংবাদিকদের বলেন, মেয়র গ্রুপের দাবি করা ছাত্রলীগের অংশটি আমার কক্ষে এসেছিল খাবারের প্যাকেটের বিষয়ে বাগি¦তণ্ডা করতে। একপর্যায়ে দেখি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও তাদের দলবল নিয়ে আমার কক্ষে আসে। পরে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের নিবৃত্ত করার চেষ্টা করি।

মারামারির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক নয়া দিগন্তকে বলেন, শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, এমন খবর পেয়ে আমরা অধ্যক্ষ স্যারের কক্ষে যাই। ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব মনে করে স্যারদের বাঁচাতে ছুটে গিয়েছি। শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছি।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, অধ্যক্ষের কার্যালয়ে খাবারের প্যাকেট নিয়ে মারামারিতে জড়িয়েছে দুই পক্ষ। এরপর পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দু’জন আহত হয়েছে।

http://www.dailynayadiganta.com/last-page/386273/