৩ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১১:৫৯

শাবির হলে মধ্যরাতে ছাত্রলীগের সশস্ত্র মহড়া

নবাগত ছাত্রকে মারধরের ঘটনায় মধ্য রাতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। গত শুক্রবার রাত ১টায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থক এবং সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন রনি ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ বঙ্গবন্ধু হলে মহড়া দেয়।

ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার ইমরান খানের অনুসারী লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের হৃদয় নামে এক শিক্ষার্থী পরিচিত হওয়ার জন্য রনি-সাখাওয়াত গ্রুপের নবাগত এক শিক্ষার্থীকে চড়-থাপ্পড় দেয়। পরে বিষয়টি রনি সাখাওয়াত গ্রপের কর্মীরা জানতে পেরে বঙ্গবন্ধু হলে হৃদয়ের কক্ষে গিয়ে তাকে লাঞ্ছিত করে।

এ দিকে জুনিয়র কর্তৃক লাঞ্ছিতের বিষয়টি ইমরান খানের অনুসারীরা জানার পর শুক্রবার রাতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই হলের ৫০১৬ নম্বর কক্ষে রনি-সাখাওয়াত গ্রুপের জুনিয়রদের মারধর করতে যায়। কক্ষের দরজা ভেতর থেকে আটকানো থাকায় ওই কক্ষের জানালা ভাঙচুর করে তারা। খবর পেয়ে রনি-সাখাওয়াত গ্রুপের অনুসারীরাও অস্ত্রশস্ত্র নিয়ে ইমরান খানের অনুসারীদের মারধর করতে যায়। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

এ দিকে মধ্য রাতে অস্ত্রের মহড়া আর ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন হলটির শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সশস্ত্র মহড়া চললেও প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি।

এ ব্যাপারে সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বিষয়টি নিয়ে আমরা রাতেই বসেছি। বিষয়টির সমাধান হয়েছে। তবে অপর গ্রুপের নেতা শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, জুনিয়রদের মারধর করায় এ ঘটনা ঘটেছে। ইমরান খানের অনুসারিরা ককটেল ফাটিয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিষয়টি অবগত করা হয়েছে।

http://www.dailynayadiganta.com/last-page/385477/