২ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৩

ফেনীতে রাস্তায় যুবকের লাশ

ফেনী শহরতলির কালিদহ ইউনিয়নের আলোকদিয়া রাস্তার পাশে গতকাল শুক্রবার ভোরে পড়ে থাকে এক অজ্ঞাত লাশ। সারা দেহে ছুরিকাঘাতের চিহ্ন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নানাভাবে খবরটি ছড়িয়ে পড়ে। বিকেলে বড় ভাই মো: হানিফ মর্গে এসে তার লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তি মো: এয়াছিন (৩০)। তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন লামকু পাড়ার মো: আবদুল আলিমের ছেলে।

ভাই হানিফ জানান, ১০ বছর আগে এয়াছিন নিখোঁজ হয়। এত দিনে তিনি কোথায় ছিলেন তা জানতেন না পরিবারের সদস্যরা। এখানে এসে জেনেছেন তিনি ছাগলনাইয়ায় একটি ডেকোরেটরের সাথে কাজ করতেন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধারের পর ডেকোরেটরের বয় ও মাঝির মাধ্যমে তার পরিবারের খোঁজ মেলে। তিনি দীর্ঘ দিন ছাগলনাইয়ায় বসবাস করেছেন। খবর পেয়ে বড় ভাই মর্গে এসে লাশ শনাক্ত করেন। আজ শনিবার ময়নাতদন্তের কথা রয়েছে। তবে কী কারণে এয়াছিনের এ পরিণতি পুলিশ তা খতিয়ে দেখছে।

http://www.dailynayadiganta.com/first-page/385218/