১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:২২

ময়মনসিংহে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ছয় জেলায় নিহত আরও ৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের। এছাড়া দেশের ছয় জেলায় নিহত হয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে ফরিদপুরে ব্র্যাককর্মী, ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা যাত্রী, মাদারীপুরের টেকেরহাটে শিশু, গাজীপুর নেত্রকোনায় অজ্ঞাতনামা ব্যক্তি ও নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে দুই গার্মেন্ট শ্রমিক রয়েছেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-


ময়মনসিংহ : বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে ময়মনসিংহ সদরের আলালপুরে একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। নিহতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সদরের হামিদ মেম্বার, তার স্ত্রী সাহেরা বেগম ও ছেলে শফিকুল ইসলাম। স্ট্রোকে আক্রান্ত মাকে নিয়ে শফিকুল ইসলাম ঢাকা যাচ্ছিলেন ডাক্তার দেখানোর জন্য। হামিদ মেম্বারের আরেক ছেলে নুরুদ্দিন, মেয়ে ফাতেমা আক্তার ও চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ (নারাণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাভার্ডভ্যানচাপায় মালা আক্তার মিতু নামে এক নারী পোশাক শ্রমিক নিহত ও মদিনা আক্তার নামে অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মালা আক্তার মিতু ইকবাল গ্রুপের কৃষ্ণচূড়া ফ্যাশনের অপারেটর ছিলেন। তিনি নেত্রকোনার মোহনগঞ্জের ফুল মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুটি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই যাত্রী আহত হন। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফরিদপুর : বাসচাপায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্র্যাককর্মী মো. কামরুজ্জামান ওরফে রতন ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার দুর্লভপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির (প্রগতি) শরীয়তপুর সদরের চন্দ্রপুর ব্রাঞ্চে ঋণকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শরীয়তপুর থেকে বাড়ি যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে মালবোঝাই টমটমের চাপায় শিশু জেনায়েত শেখ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের সত্যবর্তী নামক স্থানে এ ঘটনা ঘটে। জেনায়েত উপজেলার সত্যবর্তী গ্রামের আতিয়ার শেখের ছেলে।

গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী নতুনবাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কভার্ডভ্যানচাপায় এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন মৃধা বরিশালের কোতোয়ালি থানার উত্তর ময়লাখোলার ইসহাক মৃধার ছেলে।

নেত্রকোনা : নেত্রকোনার কাইলাটী ইউনিয়নে মৌজাবালি গ্রামের বাইশতল বিলের পাশে বৃহস্পতিবার অপরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। লাশের মাথা ও শরীরে মোটরগাড়ির চাকার দাগ পাওয়া গেছে।

https://www.jugantor.com/todays-paper/news/139936