১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ১:১৪

ছয় জেলায় সড়কে নিভল ৯ প্রাণ

হবিগঞ্জের নবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁর পত্নীতলা, গাজীপুরের শ্রীপুর ও মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মৌলভীবাজারের বড়লেখা ও রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। নেত্রকোনায় বাস পুকুরে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। প্রতিনিধিদের খবরে বিস্তারিত:

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আইনগাঁও মসজিদের সামনে গত শুক্রবার রাতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার সাতাইহাল গ্রামের নাইম আহমেদ (৩০) ও তাঁর বন্ধু রামলোহ গ্রামের শিমুল আহমেদ (২৮)।

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বোদা উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাইকপাড়া এলাকায় (জেমজুটের সামনে) ইট বোঝাই একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে যায়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে। এ সময় ট্রাক্টর ও ইটের চাপায় চালক মনছুর আলী (৪২) ও হেলপার ছত্রিশ চন্দ্র (৩৮) ঘটনাস্থলেই মারা যান। এদিকে পঞ্চগড় শহরের ব্যারিস্টার বাজার নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৪৫) ও তাঁর স্ত্রী মুন্নী আখতার (৩৮) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তিন ভ্যানযাত্রী আহত হন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল আওয়াল (৩২) ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল আওয়াল হরিপুর উপজেলার গেদুরা মুন্নাটুলি গ্রামের সৈকত আলীর ছেলে। এদিকে দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারসংলগ্ন সড়কে মাইক্রোবাসের ধাক্কায় হাবিবুল্লাহ (৭) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে।

ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. দুদু (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই ভ্যানযাত্রী। নজিপুর-সাপাহার রাস্তার জিয়া আদর্শ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর (আঞ্চলিক) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় গতকাল শনিবার ভোরে বেপরোয়াগতির পিকআপ ভ্যানের চাপায় আমজাদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমজাদ আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

কালকিনি (মাদারীপুর) : কালকিনির সাহেবরামপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহার (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহার দক্ষিণ সাহেবরামপুর এলাকার আবুল সরদারের ছেলে।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। গতকাল সকালে সুনামগঞ্জের ছাতকের মণ্ডলিভোগ ও শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মিনিবাসে করে বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের উদ্দেশে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে মাধবকুণ্ড হাই স্কুলের কাছে রাস্তার টার্নিং পয়েন্টে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস খাদে পড়ে যায়।

দীঘিনালা (খাগড়াছড়ি) : রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয় পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার বিকেলে সাজেক সড়কের হাউসপাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ছয়জন আহত হন। বেড়াতে আসা পর্যটক রাহুল দাশ জানান, আহতদের প্রত্যেকের বাড়ি চট্টগ্রামের পাথরঘাটায়।

নেত্রকোনা : নেত্রকোনা-মদন সড়কের সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের নসিবপুর নামক স্থানে গতকাল শনিবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

http://www.kalerkantho.com/print-edition/news/2019/01/13/725277