২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৩:৩৪

সেলিনা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর পশ্চিম সাংগঠনিক জেলার শার্শা উপজেলা শাখার মহিলা বিভাগের সেক্রেটারি সেলিনা আক্তার ৪৫ বছর বয়সে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে তাকে শার্শা উপজেলার বেনাপোল বন্দরে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় ইমামতি করেন জামায়াতের যশোর আঞ্চলের পরিচালক মাওলানা আজিজুর রহমান।

শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর পশ্চিম সাংগঠনিক জেলার শার্শা উপজেলা শাখার মহিলা বিভাগের সেক্রেটারি সেলিনা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২১ ডিসেম্বর ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সেলিনা আক্তার (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও দয়া করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জেলা আমীরের শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর পশ্চিম সাংগঠনিক জেলার শার্শা উপজেলা শাখার মহিলা বিভাগের সেক্রেটারি সেলিনা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যশোর জেলা শাখা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর অঞ্চলের পরিচালক মাওলানা আজিজুর রহমান আজ ২১ ডিসেম্বর ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি সেলিনা আক্তার রাহিমাহুল্লাহ’র জীবনের গুণাখাতাগুলোকে নেকীতে পরিণত করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুন।