২৯ অক্টোবর ২০২৫, বুধবার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-মিয়া গোলাম পরওয়ার

তিনবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮ অক্টোবর সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৯ অক্টোবর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।