বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব এম.কে. আনোয়ারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৪ অক্টোবর ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম এম.কে আনোয়ার একজন দেশ প্রেমিক উদার গণতন্ত্রমনা প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি ৫ বার জাতীয় সংসদ সদস্য ও দুইবার মন্ত্রী হিসেবে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। তার অবদানের জন্য দেশবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।