ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ৮ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক এবং প্রজ্ঞাবান একাডেমিশিয়ান। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষক সমাজ গঠনে তিনি যে অসামান্য ভূমিকা রেখেছেন, তা বিশেষভাবে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমি তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্যধারন করার তাওফিক দান করুন। আমিন।