২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ১১:২৮

রোকেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

শোক সংবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মাতা রোকেয়া বেগম ২৭ অক্টোবর সকাল ৬:৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা ২৭ অক্টোবর সকাল ০৯:৩০ মিনিটে ধানমন্ডি ঈদগাহ ময়দানে এবং দ্বিতীয় জানাজা বিকেল ০৪:৪৫ মিনিটে নাটোর বড়ইগ্রাম শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

রোকেয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ অক্টোবর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুমা একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। তিনি তাঁর পরিবার ও সন্তানদেরকে ইসলামী অনুশাসনে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর সকল প্রচেষ্টা মায়েদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।