২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:০২

প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

শোক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা মজলিসে শূরার সদস্য ও সদর উপজেলা আমীর, ভোগডাঙ্গা পূর্বপাড়া এতিমখানার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট রাত পৌণে ১২টায় ৩৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। উল্লেখ্য, গত ২৩/৮/২৪ জামায়াতের সাংগঠনিক প্রোগ্রাম উপস্থাপনাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নেয়া হয় এবং একই তারিখ রাতে মাথায় অপারেশন করা হয়। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সভাপতি ছিলেন।

মাওলানা সিরাজুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মাওলানা মোঃ সিরাজুল ইসলামের প্রথম জানাজা নামাজ ২৭ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে তার কর্মস্থল ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্বপড়া এতিমখানা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ মাঠে। মরহুমের গ্রামের বাড়ী উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুরে দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ২য় জানাযা নামাজের ইমামতি করেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হলিম। মরহুমের প্রথম জানাজা নামাজের ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

হাজারো জনতার উপস্থিতিতে জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আযম খান, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শিবিরের লালমনিরহাট জেলা সভাপতি, ইসলামীক এইড বাংলাদেশের এতিমখানা ইনচার্জ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, কুড়িগ্রাম জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহজালাল সবুজসহ আঞ্চল ও জেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ।

শোকবাণী

প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৭ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।