শোক সংবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এর শাশুড়ি আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে ১৬ আগস্ট বিকাল সোয়া ৫টায় ৮৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ৪৮/১ পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত অফিসের সামনে প্রথম এবং রাত ১১টায় চাঁপাইনবাবগঞ্জের গোবিন্দপুরে দাপাড়ি গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে দাফন করা হবে ইনশাআল্লাহ।
শোকবাণী
আনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, আনোয়ারা বেগম আল্লাহর পথে নিবেদিত প্রাণ একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।