১৩ মার্চ ২০২৪, বুধবার, ১২:০৯

মাওলানা শাহজাহান আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার মহনগঞ্জ উপজেলার প্রবীণ সদস্য (রুকন) মাওলানা শাহজাহান আবদুল্লাহ বার্ধক্যজনিত কারণে ১১ মার্চ ৮৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন মাওলানা বদরুদ্দোজা। ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মাওলানা এনামুল হক, নেত্রকোনা জেলা আমীর মাওলানা সাদেক আহমাদ হারিস, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, মহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল হক, মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, মহনগঞ্জ উপজেলা আমীর হামিদুল্লাহ, কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন।

শোকবাণী

মাওলানা শাহজাহান আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৩ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা শাহজাহান আবদুল্লাহর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা শাহজাহান আবদুল্লাহ ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।