১ মার্চ ২০২৪, শুক্রবার, ৩:২৭

বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত লোক নিহত এবং আরও অর্ধশতাধিক লোক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

রাজধানী ঢাকার বেইলি রোডে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত লোক নিহত এবং আরও অর্ধশতাধিক লোক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “২৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বেইলি রোডে এক বহুতল ভবনে অবস্থিত ‘কাচ্চি ভাই’ নামক রেস্তোরাঁয় আগুন লেগে এই নিউজ লেখা পর্যন্ত প্রায় অর্ধশত লোক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের ৫ সদস্যের সবাই নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতের মধ্যে বেশকিছু শিশুও রয়েছে। নিহতদের শরীর এমনভাবে পুড়েছে যে তাদের শনাক্তও করা যাচ্ছে না। এছাড়া অনেকে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহ তায়ালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অগ্নিকা-ের ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”