২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১১:১২

অধ্যাপক মাওলানা এ, কে,এম, আব্দুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিমের শ্বশুর এবং ঠাকুরগাঁও জেলা মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মিসেস জাকিয়া জাবীনের পিতা অধ্যাপক মাওলানা এ, কে,এম, আব্দুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দীগড় গ্রামে ২২ ফেব্রুয়ারি সকাল ছয়টায় বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকালের সময় তিনি স্ত্রী, তিন ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় বান্দীগড় কালুপীর গোরস্থানে সম্পন্ন হয় এবং জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

শোকবাণী

অধ্যাপক মাওলানা এ, কে,এম, আব্দুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২৪ ফেব্রুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মাওলানা এ, কে,এম, আব্দুল্লাহ একজন গুণী ও তাক্বওয়াবান মানুষ ছিলেন। তাঁকে আল্লাহ রাব্বুল আলামীন ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

তাঁর ইন্তিকালে আরও শোকবাণী দিয়েছেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোঃ আলমগীর, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও সদর উপজেলার আমির মাওলানা সোলায়মান হোসেন এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।