১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১০:০৮

মাওলানা মাহফুজুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা সদর দক্ষিণ সাংগঠনিক উপজেলা টিম সদস্য, জেলা আমীর জনাব এমবি বাকের-এর পিতা মাওলানা মাহফুজুর রহমান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটায় ৮৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

মাওলানা মাহফুজুর রহমানের জানাযা সম্পন্ন
১৭ ফেব্রুয়ারি মাগুরা আল আমিন এতিমখানা মাঠে প্রথম এবং বিকাল ৫টায় বেরইল গোরস্তান ও হিফযখানা মাদ্রাসা ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুমের মেজো ছেলে মাগুরা জেলা আমীর জনাব এমবি বাকের। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য মাওলানা আশেকে এলাহি, মাগুরা জেলার সাবেক আমীর জনাব আবদুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও বহু মুসল্লিা জানাযায় শরীক হন। জানাযা শেষে তাঁকে বেরইল সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা পূর্ব বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, মাওলানা মাহফুজুর রহমান একজন গুণী, পরহেযগার এবং সাদামনের অধিকারী অমায়িক মানুষ ছিলেন। তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তিনি কখনো অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না। তিনি ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি দেশে ইসলামী সমাজব্যবস্থার স্বপ্ন দেখতেন এবং সেই আলোকে তিনি জীবনকে সাজিয়ে ছিলেন। তিনি সকলের নিকট ছিলেন শ্রদ্ধেয় ও সম্মানিত। তিনি ত্যাগ ও কুরবানির প্রতীক ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

শোকবাণী
মাওলানা মাহফুজুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৭ ফেব্রুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মাহফুজুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।