শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল কালাম খান ৭৩ বছর বয়সে আজ ০৯ জানুয়ারী সকাল ১১টায় অ্যাজমা ও বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......... রাজিউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ৯ জানুয়ারী বাদ আসর শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ মাগরিব শরীয়তপুরের আঙ্গারিয়া খয়েরচরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমকে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল কালাম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৯ জানুয়ারী ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। শরীয়তপুর জেলায় জামায়াতের কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে মরহুমের বিরাট অবদান রয়েছে।
মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তা’লা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।