৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১০:১৮

ব্যারিস্টার মইনুল হোসেন-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন ৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৯ ডিসেম্বর ব্যারিস্টার মইনুল হোসেন-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন,

“বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন-এর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ-এর সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং ২০০০-২০০১ মেয়াদে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন-এর সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি একজন সৎ, উদার ও গণতন্ত্রমনা ব্যক্তি ছিলেন। তিনি কখনো গণতন্ত্রের ব্যাপারে আপস করেননি। তিনি দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”