২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩০

মুহতারামা মমতাজ বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সাবেক নায়েবে আমীর জনাব আনোয়ারুল ইসলামের স্ত্রী ও মাওলানা আরশাদুল আলম এর সম্মানিত মাতা ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের বাসিন্দা মুহতারামা মমতাজ বেগম লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ২ নভেম্বর ভোর পৌণে ৪টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৭ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ নভেম্বর বাদ জোহর গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মুহতারামা মমতাজ বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মুহতারামা মমতাজ বেগম ইসলামী আন্দোলনের একজন নিবেদিতা প্রাণ শুভাকাঙ্ক্ষী ছিলেন। অনেক ত্যাগ স্বীকার করে তিনি তাঁর পরিবারসহ সন্তানদের ইসলামী আন্দোলনের উপযোগী করে গড়ে তুলেছেন। তিনি একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন।

কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।