২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:৩৫

জনাব ছমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৬২-তম শহীদ মুহাম্মাদ আবদুর রাজ্জাক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের কোতোয়ালি থানা শাখার আমীর ইঞ্জি: আব্দুল বারীর সম্মানিত পিতা জনাব ছমির উদ্দিন সরকার বার্ধক্যজনিত কারণে ২৪ মে বেলা দেড়টায় ১১৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তিনি সৈনিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ২৪ মে রাত সাড়ে ৯টায় স্থানীয় আল-হেরা স্কুল মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, প্রচার সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এইচএম যোবায়ের ও মিডিয়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মাহফুজুর রহমান পাঠান, ময়মনসিংহ মহানগর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জেলা দক্ষিণের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উত্তরের সভাপতি আবু ওয়াক্কাস এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

শোকবাণী

জনাব ছমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৫ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব ছমির উদ্দিন সরকার একজন গুণী, পরহেযগার ও অমায়িক চরিত্রের মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও সাধাসিধে জীবন-যাপন করতেন। তাঁর সন্তান মুহাম্মাদ আবদুর রাজ্জাক ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। এতে তিনি কখনো ধৈর্যহারা হননি বরং সবসময় গর্ববোধ করতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের গুনাহগুলো মাফ করে দিন, তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারবর্গকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দিন।