২ মে ২০২৩, মঙ্গলবার, ১১:৪৯

মুহতারামা লাইলী বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার বোচাগঞ্জ উপজেলার মহিলা সদস্য (রুকন) রনগাও ইউনিয়নের ভান্ডারখন্ড গ্রামের বাসিন্দা লাইলী বেগম বার্ধক্যজনিত কারণে ৩০ এপ্রিল দিবাগত রাত সোয়া ১টায় ৭২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১ মে বেলা সাড়ে ১১টায় জানাযা শেষে তাঁকে ভাÐারখÐ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মুহতারামা লাইলী বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, লাইলী বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।