৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:২৪

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি নুর আহমদের ইন্তিকাল | চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক প্রকাশ: জানাযায় নেতৃবৃন্দের অংশগ্রহণ

আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা মুফতি নুর আহমদ গত রাত ৩.৩০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন একটি শোকবাণী দিয়েছেন।

এক শোকবানীতে নেতৃবৃন্দ বলেন, সর্বজন শ্রদ্ধেয় মুফতি নুর আহমদের ইন্তেকালে আমরা এক প্রাজ্ঞ আলেমকে হারালাম। ইসলামী শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ খাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

নেতৃবৃন্দ শোকবাণীতে তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মী, ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য শুক্রবার বাদ আছর মাদরাসার মাঠে মরহুমের নামাযে জানাযায় অংশ নেন চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহাজাহান, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, মহানগরীর সাংগঠনিক স¤পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।