১ জানুয়ারি ২০২৩, রবিবার, ৭:০০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ০১ জানুয়ারি ২০২৩ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ ডিসেম্বর রাত পৌণে ১১টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

১৯৭৩ সালে তিনি দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য গঠিত আদালতের প্রধান কৌসুলি ছিলেন। খন্দকার মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

শোকবাণীতে তিনি আরো বলেন, তিনি ছিলেন প্রতিবাদী, স্পষ্টবাদী ও ন্যায় বিচারের বলিষ্ঠ কণ্ঠ। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তিনি ছিলেন সোচ্চার। তিনি দেশে আইনের শাসন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রহসনের বিচারে তিনি ডিফেন্স টীমের আইনজীবী হিসেবে ঐতিহাসিক ভূমিকা রাখেন । সত্য ও ন্যায়ের পক্ষাবলম্বন করায় তিনি ইসলামপ্রিয় জনতার নিকট স্মরনীয় হয়ে থাকবেন। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আইনজীবী ও বর্ষিয়ান রাজনীতিবিদকে হারাল। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।