২৯ মার্চ ২০১৭, বুধবার, ১:০১

আমীরে জামায়াতের শোকবাণী

মাওলানা আবদুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী মাওলানা আবদুল হাই ৭০ বছর বয়সে আজ ২৯ মার্চ সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। উল্লেখ্য যে, তিনি নাটোর-৪ আসন থেকে ১৯৯১ ও ’৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯ মার্চ বাদ আসর বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে চান্দাই সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী মাওলানা আবদুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৯ মার্চ ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি মরহুমের জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।