৪ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ১০:০৮

কুড়িগ্রামে পানিতে ডুবে তিন খালাতো ভাই-বোনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সোনা ভরি নদীতে গোসল করতে গিয়ে রৌমারী সরকারি কলেজের অধ্যাপক হায়দার আলীর কনিষ্ঠ পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম, তার খালাতো ভাই নবম শ্রেণির ছাত্র হামিম (পিতা মাওলানা আবদুল কাদের সরকার) এবং অপর খালাতো বোন পঞ্চম শ্রেণির ছাত্রী দিনা আক্তার (পিতা জনাব ওয়ালী উল্লাহ, সাদুল্লাহপুর, গাইবান্ধা) তারা সকলেই ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় পানিতে ডুবে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তারা পিতা-মাতা, ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ সেপ্টেম্বর জানাযা শেষে তাদেরকে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, খালার বাড়ি বেড়াতে গিয়ে উপরোক্ত তিন খালাতো ভাই-বোন গোসল করার সময় পানিতে ডুবে মর্মান্তিকভাবে ইন্তিকাল করেন।

শোকবাণী

উপরোক্ত তিন খালাতো ভাইবোনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৪ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম, তার খালাতো ভাই নবম শ্রেণির ছাত্র হামিম এবং অপর খালাতো বোন পঞ্চম শ্রেণির ছাত্রী দিনা আক্তার সোনাভরি নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মর্মান্তিকভাবে ইন্তিকাল করেছেন। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা সহজে ভাষায় প্রকাশ করা যায় না। আমি তাদের এই মর্মান্তিক ইন্তিকালে গভীরভাবে শোকাহত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি তিনি যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন।

শোকবাণীতে তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং রৌমারী উপজেলা শাখার আমীর জনাব মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি জনাব আবুল কালাম বিএসসি গভীর শোক প্রকাশ করে বলেন, এই তিন শিশুর ইন্তিকালে আমরা খুবই মর্মাহত। আল্লাহ তায়ালা তাদের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।