১৯ আগস্ট ২০২০, বুধবার, ৫:৫০

মাওলানা মুহাম্মাদ আবদুল ওয়াদুদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সাবেক আমীর, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মাদ আবদুল ওয়াদুদ করোনায় আক্রান্ত হয়ে ১৯ আগস্ট দুপুর পৌণে ১২টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

মাওলানা মুহাম্মাদ আবদুল ওয়াদুদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ আগস্ট ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মাদ আবদুল ওয়াদুদ দেশের উত্তরাঞ্চলে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলা পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নিজ এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ আঞ্জাম দিয়েছেন। তিনি এলাকার দরিদ্র অসহায় মানুষের সুখে-দুখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৯ আগস্ট ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে জয়পুরহাটবাসী তাদের একজন প্রিয় নেতাকে হারাল। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।