৫ আগস্ট ২০২০, বুধবার, ৭:৫০

নেত্রকোনায় নৌকা ডুবে ১৭ জন শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

নেত্রকোনায় নৌকা ডুবে ১৭ জন শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “মোমেনশাহী শহরের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওড়ে বেড়াতে যায়। হাওড়ের ঘাটে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। সেই সাথে তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঈদের মৌসুমে হাওড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল।

ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি।”