৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৮:৫৫

অধ্যক্ষ মাওলানা এবিএম ছিদ্দিক উল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) লক্ষ্মীপুর জেলার চরশাহী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম ছিদ্দিক উল্লাহ ৮৫ বছর বয়সে ২ আগস্ট রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৮ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩ আগস্ট দুপুর ২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রীরামপুর নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

অধ্যক্ষ মাওলানা এবিএম ছিদ্দিক উল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ আগস্ট ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা এবিএম ছিদ্দিক উল্লাহর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের এক দাঈকে হারালাম। তিনি ছিলেন লক্ষ¥ীপুর জেলার চরশাহী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।