৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৮:৫৪

সুলতান আনছারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা জামায়াতে ইসলামীর প্রবীণ কর্মী এবং দিনাজপুর শহর সি ওয়ার্ডের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জনাব সুলতান আনছারী ৮৪ বছর বয়সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ২ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩ আগস্ট সোমবার সকাল ১০টায় তার নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব সুলতান আনছারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৪ আগস্ট ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব সুলতান আনছারীর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি ডক্টর এনামুল হক, জেলা ইউনিট সদস্য ও ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং ঘোড়াঘাট উপজেলার আমীর ও সেক্রেটারি যথাক্রমে আজিজার রহমান ও মাওলানা আবু তাহের গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব সুলতান আনছারী (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফীক দান করুন।