১৮ জুলাই ২০২০, শনিবার, ৬:৩৬

আবদুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা শাখার আমীর বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুর রহীম সরকারের জ্যেষ্ঠ ভ্রাতা কোড়গাছা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব আবদুর রাজ্জাক ৭৫ বছর বয়সে ১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৮ জুলাই সকাল ১১টায় হরিরামপুর ইউনিয়নের বড়দহ নামক গ্রামের নিজ বাড়িতে সালাতে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।


শোকবাণী

জনাব আবদুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১৮ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুর রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি ইসলামী আন্দোলনের কাজকে যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল খেদমত কবুল করে তাকে জান্নাত ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। সেই সাথে আল্লাহ তায়ালা তার পরিবার-পরিজনদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে গাইবান্ধা জেলা শাখা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল ওয়ারেছ এবং জেলা সেক্রেটারি জনাব আবদুল করিম গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব আবদুর রাজ্জাকের ইন্তিকালে আমরা একজন বিশিষ্ট শিক্ষক ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তায়ালা তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাত নসীব করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।