৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ১০:০৮

নূরবানু বকুলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইউসুফ আলীর সহধর্মিনী নূরবানু বকুল ৬১ বছর বয়সে ৭ জুলাই সকাল সাড়ে ৭টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৭ জুলাই বাদ যুহর ঠাকুরগাঁও সিনুয়া গোরস্থান ময়দানে সালাতে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

নূরবানু বকুলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৭ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি নূরবানু বকুলের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিম ও জেলা সেক্রেটারি জনাব মুহাম্মাদ আলমগীর গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা নুরবানু বকুলকে ক্ষমা করুন ও তার কবরকে প্রশস্ত করুন। মহান আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।